ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণার আগে থেকেই অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়েছে বৃহস্পতিবার। যেখানে অংশ নিয়েছেন স্কোয়াডে ডাক পাওয়া ১৫ ক্রিকেটার।

অনুশীলনে ছিলেন প্রথমবার ডাক পাওয়া পেসার মুশফিক হাসানও। যেহেতু প্রথম তাই হোম অব ক্রিকেটে সংবাদকর্মীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে শুরু থেকেই ছিলেন তিনি। আর যে কারণে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ২০ বছর বয়সী এই পেসার।

জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমি কল পেয়েছি। প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো খেলেছি। এজন্য হয়তো আমাকে কল করেছে।’

তিনি আরও বলেন, ‘আলহামদুল্লিলাহ, অনেক ভালো লাগছে। এখানে আজকে ক্যাম্পে জয়েন করলাম। মানে কোনো কিছু মনে হচ্ছে না। অ্যালান ডোনাল্ডের সঙ্গে আগে কাজ করছিলাম। আমাকে ওয়েলকাম করেছে। বলেছে-গুড।’

বাংলাদেশের পেস বোলিং ইউনিটের বর্তমানে মূল অস্ত্র তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও খালেদ আহমেদ। তাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন মুশফিক। সিনিয়রদের থেকে অনুপ্রেরণা পেলেও ইয়ত্তাদের কেউই দাগ কাটতে পারেনি মুশফিকের হৃদয়ে। বরং তার মনে দাগ কেটেছে একজন বিদেশী যাকে তিনি করেন অনুসরণ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অকপটেই সেটি স্বীকার করে নেন এই পেইসার।

আফগানিস্তানের বিপক্ষে ভালো করার প্রত্যয় ব্যক্ত করে মুশফিক বলেন, ‘বাংলাদেশের পেস বোলিং ইউনিট থেকে আমি প্রেরণা পাই। আর অনুসরণ করি রাবাদাকে। টেস্ট ক্রিকেট খেলতে আমি উপভোগ করি। ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো করার।’