ছবি- সংগৃহীত

ফিফা উইন্ডোর অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলতে এশিয়া সফরে এসেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রীতি ম্যাচ খেলতে এরই মধ্যে চীনের বেইজিংয়ে পৌঁছেছে লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি।

আগামী ১৫ ও ১৯ জুন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। প্রীতি ম্যাচে ছয় দিন বাকি থাকলেও শনিবার (১০ জুন) সকালেই চীনের বেইজিংয়ে পৌঁছেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রথম দফায় চীনে পৌঁছান ফাকুন্দো বুনানত্তে ও এজেকুয়েল প্যালাসিওস। এর কয়েক ঘণ্টা পরই সেখানে পৌঁছান ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওটামেন্ডি। সবশেষ দলের সঙ্গে যোগ দেন লিওনেল মেসি, নাহুয়েল মলিনা, অ্যাঞ্জেল ডি মারিয়া, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল ও লো সেলসো।

অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচটি হবে বেইজিংয়ে। ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপ জয়ের মঞ্চেও শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলেন মেসিরা।

অন্যদিকে ইন্দোনেশিয়ার বিপক্ষের ম্যাচটি হবে জাকার্তায়। আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই শুরুর আগে ইন্দোনেশিয়ার সঙ্গে ম্যাচটি হবে মেসিদের শেষ প্রীতি ম্যাচ।

করোনা মহামারির পর প্রথমবারের মতো চীনে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেও ছয়বার চীনে খেলেছেন মেসি। সবশেষ ২০১৭ সালে সেখানে খেলেছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার। অন্যদিকে প্রীতি ম্যাচ শেষেই আগামী মাসে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেবেন আর্জেন্টিনার এ মহাতারকা।

এশিয়া সফরের আর্জেন্টিনা দল

গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ, জেরেনিমো রুলি, ওয়ালতার বেনিতেজ।

রক্ষণভাগ : নাহুয়েল মোলিনা, গনজালো মন্তিয়েল, জার্মান পেজ্জেয়া, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস আকুনিয়া।

মাঝমাঠ : লিওনার্দো পারেদেস, এনজো ফার্নান্দেজ, গিদো রদ্রিগেজ, রদ্রিগো দি পল, এজেকেল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো।

আক্রমণভাগ : লুকাস ওকাম্পোস, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, জিওভানি সিমিওনে, আলহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ, লিওনেল মেসি।