ছবি- সংগৃহীত

সেমিফাইনালে চোট পাওয়া কার্লোস আলকারেজের বিপক্ষে লড়াইটা একপেশে হয়েছিল। যে কারণে খুব সহজেই ফাইনালে পা দিয়েছিলেন নোভাক জোকোভিচ। তবে ফাইনালে যে এর থেকেও একপেশে খেলা হবে সেটা কে জানত। প্রতিপক্ষ ক্যাসপার রুড শুরুও করেছিলেন দুর্দান্ত। তবে অভিজ্ঞতার আলোয় ঘুরে দাঁড়িয়ে ধীরে ধীরে নিজের আধিপত্য বিস্তার করেন জোকোভিচ। শেষ পর্যন্ত প্রতিপক্ষ কোনোরকম পাত্তা না সরাসরি সেটে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা।

রোববার (১১ জুন) প্যারিসে রোলাঁ গাঁরোয় ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সরাসরি ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫ গেমে জিতে অনন্য উচ্চতায় উঠলেন জোকোভিচ। এদিন স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকে টপকে পুরুষ এককে সর্বোচ্চ ২৩ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি নিজের একার করে নিলেন সার্বিয়ান তারকা।

বিস্তারিত আসছে...