ছবি- সংগৃহীত

এবারই প্রথমবারের মতো সব খেলোয়াড়দের নিয়ে নিলাম হতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। এ ফ্র্যাঞ্চাইজি লিগের আসন্ন আসরের নিলামে সব মিলিয়ে ৩৫৫ জন ক্রিকেটারের নাম উঠবে। আর এ নিলামে নাম লিখিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালসহ ২৪ বাংলাদেশি ক্রিকেটার।

তবে এলপিএলে গল গ্ল্যাডিয়েটরসের হয়ে এরই মধ্যে সরাসরি চুক্তিতে নাম লিখিয়েছেন প্রায় সব দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা বিশ্বসেরা এ অলরাউন্ডার সাকিব আল হাসান। এ ছাড়া এ টুর্নামেন্টের সবশেষ আসরে খেলেছিলেন টাইগার ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব।

আগামী ১৪ জুন কলম্বোর সাং রিলা হোটেলে এ নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে ২০২ জন লঙ্কান ক্রিকেটারের নাম উঠবে। এর বাইরে দ্বিতীয় সর্বোচ্চ পাকিস্তানের ৩৪ জন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ২৪ জন, ওয়েস্ট ইন্ডিজের ১৭ জন ও দক্ষিণ আফ্রিকার ১০ জন ক্রিকেটারের নাম উঠবে।

বাংলাদেশ থেকে তামিম ছাড়াও রয়েছেন, ওপেনার লিটন দাস, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, টপ-অর্ডার ব্যাটার আনামুল হক বিজয়, মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম ও আফিফ হোসেন ধ্রুব, উইকেট-কিপার ব্যাটার নুরুল হাসান সোহান, স্পিনার নাসুম আহমেদ এবং পেসার তাসকিন আহমেদসহ অনেকেই।

বিদেশি মধ্যে রয়েছে এভিন লুইস, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, রাসি ভ্যান ড্যার ডুসেন, ইশ সোধি, লেন্ডল সিমন্স, সিকান্দার রাজা, ক্রিস লিন, টিম সেইফার্টসহ আরও অনেক বড় বড় তারকার নাম। এ ছাড়া ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার সুরেশ রায়নাও এ আসরের নিলামে নাম লিখিয়েছেন।

এদিকে এলপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো সাকিব ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে।

এর মধ্যে জাফনা কিংসে ডেভিড মিলার, কলম্বো স্টার্সে বাবর আজম, ডাম্বুলা জায়ান্টসে ম্যাথু ওয়েড এবং ক্যান্ডি ওয়ারিয়র্সে তাব্রাইজ শামসি নাম লিখিয়েছেন।

আগামী ৩০ জুলাই এ টুর্নামেন্টের চতুর্থ আসরের পর্দা উঠবে, ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ২০ আগস্ট।