|| ডেস্ক রিপোর্ট ||

রশিদ খানকে বিশ্রামে রেখেই বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছে আফগানিস্তান। গত কয়েকমাস টানা ক্রিকেট খেলতে থাকা রশিদকে মিস করবে আফগানিস্তান, তবে তাকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে লড়তে প্রস্তুত আফগানিস্তান। অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির মতে, রশিদ ছাড়াও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতানোর বোলার আছে আফগানদের।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ নিয়ে দুদিন অনুশীলনও করেছে শহীদির দল। দুদিনের অনুশীলনেই উইকেট নিয়ে স্বচ্ছ ধারণা পেয়েছে আফগান বোলাররা। আর তাদের নিয়েই বাংলাদেশ বধের পরিকল্পনা আঁটছেন শহীদি।

তিনি বলেন, 'একটু চ্যালেঞ্জিং (রশিদকে ছাড়া) তো হবেই। সবাই জানে সে আমাদের অন্যতম প্রধান বোলার। টেস্টে অতীতে সে অনেক ভালো করেছে। তবে আমাদের অন্য বোলার আছে, অন্য অপশন আছে। তারাও ভালো খেলবে ইনশাআল্লাহ্‌।'

'সাকিবও বিশ্রামে, রশিদও বিশ্রামে। তবে আগে যেটা বললাম, আমাদের আরও ভালো বোলার আছে, ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে। আজ উইকেট দেখলাম, ঘাস আছে। আমাদের ভালো পেসার আছে, স্পিনারও আছে। আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলব। সবকিছুর জন্যই প্রস্তুত আছি।'

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এখন পর্যন্ত খুব বেশি ম্যাচ খেলা হয়নি আফগানদের। মোটে ছয়টি ম্যাচ খেলার সুযোগ মিলেছে তাদের। এর মধ্যে তিনটি ম্যাচই জিতেছে আফগানিস্তান। শেষবার দলটি টেস্ট খেলেছে ২০২১ সালের মার্চে। লম্বা সময় ধরে টেস্ট না খেললেও ঘরোয়া ক্রিকেটের কাঠামো শক্তিশালী হওয়ায় আত্মবিশ্বাস পাচ্ছে আফগানিস্তান।

শহীদি আরও বলেন, 'আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে এসেছি, ম্যাচটাও জিততে চাই। অনেকদিন ধরে আমরা টেস্ট খেলি না। সর্বশেষ খেলেছি জিম্বাবুয়েতে সেটাও ৩ বছর আগে। অবশ্য আমরা ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট খেলি, অনেক খেলোয়াড় খেলে সেখানে। এই টেস্টের জন্যও আমাদের প্রস্তুতি ভালো। ইনশাআল্লাহ্‌ নিজেদের সেরাটা চেষ্টা করব।'

'আমাদের ঘরোয়া ক্রিকেটের মান ভালো। প্রতিটি দল ৮-৯টি করে ম্যাচ খেলে। বোর্ড ম্যাচ আরও বাড়ানোর চেষ্টা করছে। ঘরোয়াতে লঙ্গার ভার্সন ম্যাচ বেশি খেললে এটা আপনার খেলার উন্নতি করে। আমরা খুব বেশি টেস্ট না খেললেও আমি বিশ্বাস করি আমাদের ভালো খেলোয়াড় আছে।'

লঙ্গার ভার্সনে আফগানিস্তানের পাওয়া তিনটি জয়ের একটি বাংলাদেশের বিপক্ষে। ২০১৯ সালে চট্টগ্রামের জুহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশকে ২২৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল আফগানরা। সেই মধুর স্মৃতি প্রেরণা দিচ্ছে রশিদবিহীন আফগানদের।

শহীদি বলেন, 'হ্যাঁ এটা অনেক অনুপ্রেরণাদায়ক। এখানে একটা টেস্ট খেলেছি, সেটাই জিতেছি। আমরা সেখান থেকেই শুরু করতে চাই। আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলব, গত ম্যাচ থেকে প্রেরণা নিব।'