ছবি- সংগৃহীত

করোনা মহামারি চলাকালে ঝুঁকি এড়াতে আম্পায়ারিংয়ে কড়াকড়ির বিষয়ে পরিবর্তন এনেছিল আইসিসি। তবে বৈশ্বিক এ মহামারির ভয়াবহতা এখন আর নেই। তাই টেস্ট ক্রিকেটে নিরপেক্ষ আম্পায়ারের যুগে আবারও ফিরেছে আইসিসি। আর বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট পরিচালনা করবেন নিরপেক্ষ আম্পায়াররা।

আগামী ১৪ জুন থেকে অনুষ্ঠেয় এ টেস্ট পরিচালনা করবেন পল রাইফেল ও ক্রিস ব্রাউন। অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন তারা। অন-ফিল্ড আম্পায়ার হিসেবে রাইফেল নিজের ৬২তম ও ক্রিস ব্রাউন পঞ্চম টেস্ট পরিচালনা করবেন।

এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে টিভি আম্পায়ার বা তৃতীয় আম্পায়ার হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টোক। অন্যদিকে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এ ছাড়া ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের ক্রিস ব্রড।

ঢাকা টেস্টের পর বাকিরা ফিরে গেলেও সীমিত ওভারের সিরিজে আবারও ফিরবেন হোল্ডস্টোক। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তার সঙ্গে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ। এ ছাড়া এই দুই সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন জাভাগাল শ্রীনাথ।

তাদের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশের তিন আম্পায়ার। তবে তাদের নাম এখনও জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।