ছবি- সংগৃহীত

দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং বিতর্ক নতুন কিছুই নয়। চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) আম্পায়ারিং নিয়ে দেখা দেয় নানান প্রশ্ন আর বিতর্ক। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও এ নিয়ে হতাশা প্রকাশ করেন।

এবার আম্পায়ারিংয়ে বিষয়ে বেশকিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন আম্পায়ারের খুঁজে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বিসিবি। এজন্য ‘কোয়ালিফাইং আম্পায়ারিং কোর্স’ চালু করতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ থেকে ২৭ জুলাই পর্যন্ত পাঁচদিন দিনব্যাপী মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে চলবে প্রশিক্ষণ এ কর্মশালা। এজন্য ১৫ জুনের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।

এতে আরও বলা হয়, বয়স ৩৫-এর কম ও এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে লিস্ট-এ ক্রিকেটার ও জেলা ক্রিকেটের প্রতিনিধিদের এ ব্যাপারে ছাড় দেওয়া হবে। আবেদনের বিস্তারিত তথ্য বিসিবির ওয়েবসাইটে পাওয়া যাবে।