|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে সময়টা ভালো যাচ্ছে না নাইম শেখের। দুর্দান্ত ঢাকার হয়ে খেলা এই ওপেনার ৫ ম্যাচে মোটে ১১২ রান করেছেন। এবারের বিপিএলে তার সর্বোচ্চ ইনিংসটি ৪১ রানের। ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন মনে করেন নাইমের মধ্যে অনেক সামর্থ্য থাকলেও নিজেকে মেলে ধরতে পারছেন না তিনি।

তিনি বাঁহাতি এই ওপেনারের মাইন্ডসেট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তবে তিনি আশাবাদী দিন শেষে নাইম নিজের ভুল বুঝতে পারবেন এবং নিজেকে সুধরে নেবেন। ২০১৯ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাইমের। তবে দীর্ঘ পাঁচ বছরেও জাতীয় দলে থিতু হতে পারেননি তিনি। এর পেছনে অনেকেই মনে করেন দুর্বল ফুট ওয়ার্কের কারণেই ভুগতে হচ্ছে তাকে।

নাইমের ব্যাটিং নিয়ে আক্ষেপ করে সুজন বলেছেন, 'নাইম শেখের ব্যাপারটা আমার কাছে সত্যি কথা বলতে ছেলেটার মাঝে এত অ্যাবিলিটি আছে ও হয়ত বা নিজেও বুঝে কিনা ওর ব্যাপারে আমি জানি না। যে ছেলে ২১ বলে ৪২ রান করতে পারে, পরের ম্যাচেই আবার সোজা বলে ক্রস খেলে বোল্ড হয়ে যায়। তো আমি জানি না ওর মাইন্ডসেট কি কাজ করে। খেলা শেষে ও হয়ত ‍বুঝে এটা আমার খেলা উচিত হয় নাই।'

সুজন মনে করেন ছোট ছোট ভুলই নাইমের ক্যারিয়ারের সবচেয়ে বড় হুমকি। এই পর্যায়ের ক্রিকেটে কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ নেই বলেই মনে করেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ সুজন। নাইমকে তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ব্যাটিংয়ের পরামর্শ দিয়েছেন তিনি।

সুজনের ভাষ্য, 'এখন কিন্তু নাইম শেখ তরুণ খেলোয়াড় না, অনেকদিন ধরেই বাংলাদেশের ক্রিকেটে খেলছে। ছোট ছোট ভুলগুলা ওর ক্যারিয়ারের জন্যই হুমকি সত্যি কথা। ব্যাটারদের কথা যদি বলি কিছু আনপ্লেয়েবল বল ছিল কন্ডিশন কঠিন। কিন্তু কিছু আমার কেয়ারলেস ব্যাটিং, বল সিলেকশন ঠিক নাই। টপ লেভেলে এসে এগুলোকে আপনি আর অজুহাত বলতে পারবেন না। আপনাকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং ঠিক মতো ব্যাটিং করতে হবে।'

বাংলাদেশের ক্রিকেটের একমাত্র মর্যাদাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। ঢাকা প্রিমিয়ার লিগে (বিপিএল) বিদেশি এলেও বিপিএলের মতো এতো তারকা ক্রিকেটার কোনো সময়ই দেখা যায় না। সুজনের প্রশ্ন, বিদেশি ক্রিকেটাররা যেভাবে নিজেদের মেলে ধরেছেন বিপিএলে, দেশি ক্রিকেটাররা কেন পিছিয়ে থাকবেন। ঢাকার এই কোচের বিশ্বাস মানসিকতার পরিবর্তন করলে এখানেও সাফল্য পাওয়া সম্ভব।

তিনি বলেন, 'বিদেশি ক্রিকেটাররা এখানে প্রতিনিয়ত খেলে না, ওরা তো করে দেখাচ্ছে। তাহলে আমরা স্থানীয়রা কেন পারব না, মাঝে মাঝে এতটা নিয়ে চিন্তা হয়। আমাদের গেইম সেন্স, গেইম নলেজ, মানে আমরা এক ফ্লোতে ব্যাটিং করতে চাই এটা কোনোদিনই হবে না। আপনি কোনো দিন হয়ত ১৫০ স্ট্রাইক রেটে ব্যাটিং করবেন, কোনোদিন ২০০ স্ট্রাইক রেটেও ব্যাটিং করতে পারেন আবার ৯০ স্ট্রাইক রেটেও ব্যাটিং করতে হবে। সেরকম চিন্তা বা মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করলে আমি মনে করি সাক্সেস হওয়ার চান্সটা বেশি থাকে আসলে।'