|| ডেস্ক রিপোর্ট ||

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির প্রথম আসরে এমআই আমিরাতের হয়ে খেলেছিলেন নাজিবউল্লাহ জাদরান। এবারের মৌসুমেও তাদের হয়েই খেলার কথা ছিল আফগানিস্তানের এই ব্যাটারের। তবে বড় অঙ্কের চুক্তি ছেড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে এসেছেন তিনি। বিপিএলকে বেছে নেয়ার কারণ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বলেছেন নাজিবউল্লাহ।

জুন-জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। যুক্তরাষ্ট্রের উইকেট নিয়ে খুব বেশি ধারণা না থাকলেও নাজিবউল্লাহ মনে করেন ওয়েস্ট ইন্ডিজের উইকেট খানিকটা মন্থর হবে। বাংলাদেশের কন্ডিশনে সবসময়ই বল একটু ধীরে আসে। বাংলাদেশের উইকেটকে ওয়েস্ট ইন্ডিজের মতোই বলে জানান আফগান এই ব্যাটার।

বিস্তারিত বলতে গিয়ে নাজিবউল্লাহ বলেন, ‘২ বছর আগেও আমি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলাম। এ বছরও খেলছি। এ বছর আমি আইএলটি-২০ ছেড়ে বিপিএলে এসেছি। কারণ আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ। বাংলাদেশের উইকেট ওয়েস্ট ইন্ডিজের মতো। এ কারণে আমি বাংলাদেশ ও বিপিএলকে বেছে নিয়েছি।’

তিনি আরও যোগ করেন, ‘হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের উইকেট একইরকম মনে হয়, এ কারণেই তো আইএলটি-২০ ছেড়ে বিপিএলে এলাম। আমি সিপিএলে খেলেছি, ওয়েস্ট ইন্ডিজেও এমন স্লো উইকেট থাকে। আমার তাই মনে হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজে তেমন তফাৎ নেই। বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে এটা আমার জন্য ভালো সুযোগ।’

এবারের বিপিএলে হাতে-গোনা দুই একটি ম্যাচ ছাড়া বড় রানের দেখা মিলেনি। ঢাকা ও সিলেটে দুটি পর্ব হলেও বিপিএলের এখন পর্যন্ত দুইশ রানের ম্যাচ দেখা যায়নি। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ শেষে সাকিব আল হাসান জানিয়েছেন, এবারের বিপিএলের উইকেট টি-টোয়েন্টির জন্য আদর্শ নয়। নাজিবউল্লাহ অবশ্য মনে করেন, উইকেট এতটা খারাপ না।

বাঁহাতি এই ব্যাটার বলেন, ‘আমি এই মাঠগুলোতে খেলেছি। দলগুলো এখানে অনায়াসে দেড়শ রান করতে পারে। আমার মনে হয় উইকেট এতটা খারাপ ছিল না। আশা করছি ঢাকায় সবাই ইতিবাচক ক্রিকেট খেলবে। আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করছি। এখানে খেলতে আমার ভালোই লাগে।’

এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন নাজিবউল্লাহ। এখন পর্যন্ত ৬ ম্যাচে ৪৮.৬৬ গড় এবং ১৩৭.৭৩ স্ট্রাইকরেটে ১৪৬ রান করেছেন। দল হিসেবেও ভালো করছে চট্টগ্রাম। নাজিবউল্লাহ জানান, চট্টগ্রাম দলকে মানুষ অনেক ভালোবাসে। তিনি বলেন, ‘চট্টগ্রাম দলটাকে মানুষ অনেক ভালোবাসে এবং সমর্থন করে। মাঠে এসে আমাদের সমর্থন জানায়। আশা করছি পরের ম্যাচেও আসবে।’