ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

যেসব মানুষকে হজে না যাওয়ার অনুরোধ জানাল সৌদি আরব

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ০৮ ২২:৩০:৫৪
যেসব মানুষকে হজে না যাওয়ার অনুরোধ জানাল সৌদি আরব

২০২৫ সালে যারা পবিত্র হজ পালনের পরিকল্পনা করছেন, তাদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় কিছু শ্রেণিভুক্ত মানুষকে হজে না যাওয়ার অনুরোধ জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, যেসব মানুষের বয়স ৬৫ বছর বা তার বেশি, যারা গুরুতর রোগে আক্রান্ত— যেমন হার্ট, কিডনি, শ্বাসযন্ত্রজনিত সমস্যা, ডায়াবেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, ক্যানসার, বা যারা অত্যন্ত অসুস্থ, গর্ভবতী নারী এবং ১২ বছরের কম বয়সী শিশুদের এই বছর হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ এবং যাদের স্বাস্থ্যগত কোনো বড় সমস্যা নেই, তাদেরই হজে অংশ নেওয়া উচিত। কারণ ২০২৫ সালেও হজ অনুষ্ঠিত হবে গ্রীষ্মের প্রচণ্ড তাপ এবং রোদে, যা শারীরিকভাবে দুর্বলদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

হজের সময় প্রায় ২৫ কিলোমিটার পথ হাঁটার প্রয়োজন হয়, যা যথেষ্ট শারীরিক সক্ষমতা দাবি করে। এই শারীরিক সক্ষমতা না থাকলে হজ পালনের সময় বড় ধরনের শারীরিক সমস্যায় পড়ার আশঙ্কা থাকে।

২০২৩ সালের হজে অংশগ্রহণের সময় প্রায় ১,৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। তাদের বেশিরভাগই গরমে দীর্ঘ সময় হাঁটার ফলে মারা যান। ওই বছর সৌদি আরবে অস্বাভাবিক তাপমাত্রা বিরাজ করছিল, যা হজযাত্রীদের জন্য প্রাণঘাতী প্রমাণিত হয়।

অনেক মানুষ অনুমতি ছাড়াই হজ পালনে গিয়েছিলেন, যারা দীর্ঘ পথ হাঁটার পর বিশ্রামের জন্য জায়গা পাননি এবং পর্যাপ্ত পানিও পাননি। এর ফলে অনেকেই অসুস্থ হয়ে খোলা জায়গায় মারা যান। পরিস্থিতি এতটাই গুরুতর হয়েছিল যে মৃতদেহ রাস্তায় পড়ে ছিল, কিন্তু অতিরিক্ত চাপের কারণে অ্যাম্বুলেন্স বা স্বাস্থ্যকর্মীরা দীর্ঘ সময় ধরে সেগুলো সরাতে পারেননি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ