ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

কেরানীগঞ্জে অভিযান চালিয়ে আটক ওবায়দুল কাদেরের...

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ০৫ ১৪:৪৩:২৬
কেরানীগঞ্জে অভিযান চালিয়ে আটক ওবায়দুল কাদেরের...

কেরানীগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল মতিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার সূত্রে জানা যায়, আব্দুল মতিন ওই বাড়িতে অবস্থান করছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী বাড়িটি ঘিরে ফেলে। অবস্থান নিশ্চিত হওয়ার পর ভোরের দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হোসাইন জানান, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার তাকে আটক করা সম্ভব হয়েছে। বর্তমানে তাকে থানাহাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

৫ আগস্ট সরকারের পতনের পর থেকে বেশ কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মী আত্মগোপনে যান। আব্দুল মতিনও এদের মধ্যে একজন বলে জানা গেছে। তার ভূমিকা এবং সংশ্লিষ্টতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালাচ্ছে।

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী সরকার পতনের পর বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের খুঁজে বের করার জন্য সক্রিয় ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় আব্দুল মতিনের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়।

আটকের পর এ ঘটনা নিয়ে এলাকায় আলোচনার ঝড় উঠেছে। আগামীতে এ বিষয়ে তদন্ত কীভাবে এগোয়, তা নজর রাখছে সংশ্লিষ্ট মহল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত