ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ভারত সিরিজেই মাহমুদউল্লাহর শেষ, যা বললেন শান্ত

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ০৪ ২০:১৮:৩৫
ভারত সিরিজেই মাহমুদউল্লাহর শেষ, যা বললেন শান্ত

টেস্ট ও টি-২০ থেকে সাকিবের অবসরের পর মূলত আলোচনা কেবল শুরু। কানপুরে ২য় টেস্টেরে একদিন আগে সাকিব জানিয়েছিলেন যে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গোছানোর জন্য তার সরে দাঁড়ানো উচিত বলে মনে করেন। বাংলাদেশও হাঁটছে সেই একই পথে, তবে মাহমুদউল্লাহ রিয়াদের কি হবে?

আজ শুক্রবার (০৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনি বলেন যে গোয়ালিয়রে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে মাহমুদউল্লাহকে নিয়ে পরিকল্পনার প্রশ্নে, ভারত সিরিজেই তার শেষের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

‘রিয়াদ ভাইর ব্যাপারটা অবশ্যই আমি যতটুকু বুঝতে পারি এই সিরিজ তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হয়তো উনি নির্বাচকের সঙ্গে কথাও বলবেন। সুতরাং এ বিষয়ে আমি খুব একটা পরিষ্কার না। কিন্তু আমার মনে হয় যে, অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা তো হবেই।’

চলতি ২০২৪ সালে মাহমুদউল্লাহ রিয়াদ ১৭টি টি-২০ ম্যাচ খেলেছেন। ১৭টির মধ্যে দুই ম্যাচে ফিফটি করেছেন। তবে ৯ ম্যাচের কোনোটিতে ২৫ রানের উপর উঠতে পারেননি রিয়াদ। সবশেষ ম্যাচে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়েছেন ৯ বলে ৬ রান করে। তাতে ডট বল ছিল ৬টি!

কানপুরে টেস্টের আগে সাকিবের অবসর ঘোষণার পর ৩৮ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদ কবে অবসর নেবে এই নিয়ে আলোচনা ওঠে প্রচুর। যার প্রভাব দেখা গেল ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর দুই দিন আগে। যেখানে বেশ কয়েকবার মাহমুদউল্লাহকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় শান্তকে।

নাজমুল হোসেন শান্ত বল ঠেলে দিয়েছেন নির্বাচক-বোর্ডের কোর্টে। তার সঙ্গে এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান, ‘এখন পর্যন্ত এ ব্যাপারে আমরা কোনো আলোচনায় যাইনি (শেষ সিরিজ কী না)। কিন্তু হয়তো সামনের দিকে হবে কী না...। এখন এই আলোচনায় যেতেও চাই না, কারণ সিরিজ শুরু হচ্ছে।’

বলা বাহুল্য যে, ক্রিকেটের ছোট ফরম্যাটে বাংলাদেশকে অনেক কয়েকটা ম্যাচের নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদউল্লাহ। রিয়াদের অধীনে ২০২২ বিশ্বকাপ খেলে বাংলাদেশ। খারাপ পারফরম্যান্সের কারণে অধিনায়কত্ব হারিয়েছেন তিনি, এর জন্য বাদ পড়েছেন জাতীয় দল থেকে। কঠোর অনুশীলন ও অধ্যবসায়ে দলে ফিরলেও এখন পারফরম্যান্সের গ্রাফ সবার তলানিতে।

ইদানিং থেকে অনুশীলনেও খুব একটা স্বাচ্ছন্দ্যে দেখা যাচ্ছে না বাংলাদেশের এই সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহকে। সতীর্থদের বলে কয়েকবার বোল্ড হয়েছেন তিনি, ঠিকঠাক শটও যেন হচ্ছিল না। এ ছাড়া দেশে অনুশীলন ম্যাচেও ভালো করতে পারেননি তিনি।

একই জায়গায় শামীম পাটোয়ারিকে না নিয়ে মাহমুদউল্লাহকে নেওয়ার প্রশ্নে শান্ত পাল্টা জিজ্ঞাসা করেন, কার সঙ্গে কার তুলনা করছেন? সাংবাদিকের এ প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলন।

‘কার সঙ্গে কার তুলনা করছেন (শামীম না রিয়াদ)। জিনিসটা হচ্ছে, রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন, ভালো করছেন। অনেক ম্যাচ জিতিয়েছেন, হ্যাঁ অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি। কিন্তু অনেক ম্যাচ জয়ের পেছনে উনার অনেক অবদান আছে।’

‘শামীম তরুণ এবং খুবই ভালো করছেন, খুবই ভালো ব্যাটিং করছেন। কিন্তু আমি এ জায়গায় তুলনায় এখনই যেতে চাই না, শামীম দারুণ ব্যাটিং করছে। যখনই সুযোগ পাবে বাংলাদেশ দলে খুব ভালো সার্ভিস দেবে। এ মুহূর্তে যদি বলেন যে রিয়াদ ভাই অনুশীলন ম্যাচে ভালো করেনি, এটা আমার কাছে ম্যাটার করে না’ -আরও যোগ করেন শান্ত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে