ঢাকা, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বক্স আফিসে ঝড় তুলে সব ইতিহাস ভেঙে দিল "পুষ্পা ২: দ্য রুল" দেখেনিন প্রথম দিনে যত কোটি আয় করলো

২০২৪ ডিসেম্বর ০৬ ২১:৩৫:৫১
বক্স আফিসে ঝড় তুলে সব ইতিহাস ভেঙে দিল "পুষ্পা ২: দ্য রুল" দেখেনিন প্রথম দিনে যত কোটি আয় করলো

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত "পুষ্পা: দ্য রাইজ" সিনেমাটি লাল চন্দন কাঠের চোরাচালান এবং দুঃসাহসী এক স্মাগলারের গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এ সিনেমাটি দর্শকদের মন জয় করে নেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। শীর্ষে থাকা ব্যাকগ্রাউন্ড মিউজিক, মনোমুগ্ধকর কাহিনি এবং আল্লু অর্জুনের দুর্দান্ত অভিনয় এ সিনেমাটিকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিল।

এবার "পুষ্পা ২: দ্য রুল" এর মাধ্যমে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে। সিনেমার প্রযোজক সুকুমার ঘোষণা করেছেন, এই সিক্যুয়েলটির বাজেট আরও বড় আকারে বাড়ানো হয়েছে। আগের সিনেমার গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে পুষ্পার নতুন অভিযান।

পুষ্পার এই সিক্যুয়েলে তাকে আরও শক্তিশালী এবং দুঃসাহসী চরিত্রে দেখা যাবে। ঝলমলে পোশাক, নখের রঙ এবং আকর্ষণীয় লুকের সঙ্গে পর্দায় হাজির হবেন পুষ্পা। তার চিরপ্রতিদ্বন্দ্বী শ্রীকান্তর সঙ্গে নতুন লড়াই দর্শকদের টানটান উত্তেজনায় রাখবে।

গল্পে পুষ্পার শৈশবের মানসিক ট্রমা এবং তার স্মাগলারের জীবনের অন্ধকার দিকগুলো তুলে ধরা হবে। পাশাপাশি পুষ্পার ক্ষমতা ও রাজত্ব কায়েম করার লড়াইকে আরও গভীরভাবে দেখানো হবে।

"পুষ্পা ২" নিয়ে পরিচালক সুকুমার ও প্রযোজক দল অত্যন্ত আত্মবিশ্বাসী। "আরআরআর" সিনেমার বিশাল সাফল্যের পর দক্ষিণ ভারতীয় সিনেমার বাজারে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। এবার "পুষ্পা ২" সেই সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। প্রথম দিনেই ভারত থেকে ১৭৫ কোটি ‍রুপি ও বিশ্বব্যাপি ২৮২ কোটি রুপি আয় করেছে ছবিটি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে