ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

আইপিএল নিলামের আগে ১১ কোটিতে দল পেলেন মুস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ০৪ ২২:৪৬:৩০
আইপিএল নিলামের আগে ১১ কোটিতে দল পেলেন মুস্তাফিজ

অল্প কয়েক মাসের মধ্যেই শুরু হবে আইপিএলের মেগা নিলাম। এর আগেই দলগুলোকে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করতে হবে। আর এ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু আইপিএল। কাকে ছেড়ে কাকে ধরে রাখবে।

বাংলাদেশি ক্রিকেটভক্তদের মনে একটাই প্রশ্ন সেটা হলো চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে ধরে রাখবে কিনা। স্পষ্টতই কাগজে কলমে মুস্তাফিজকে ধরে রাখবে না মহেন্দ্র সিং ধোনির দল। আইপিএল গভর্নিং কাউন্সিলের করা নতুন নিয়মের কারণে মুস্তাফিজকে ধরে রাখার সম্ভাবনা কমে গেছে। আইপিএল দলগুলি মেগা নিলামের আগে ক্যাপড, আনক্যাপড এবং রাইট-টু-ম্যাচ সহ মোট ৬ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারে।

আইপিএল দলগুলো তাদের দেশের জাতীয় দলে খেলা সর্বোচ্চ ৫ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। এই পাঁচ জনের দাম ঠিক করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। এদিকে প্রথম তিন খেলোয়াড়কে ১৮ কোটি টাকা এবং পরের দুই খেলোয়াড়কে ১১ কোটি টাকা দিতে হবে।

এদিক থেকে মুস্তাফিজকে ধরে রাখতে পারছে না চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজকে ধরে রাখতে চেন্নাই সুপার কিংসকে দিতে হবে ১১ কোটি রুপি। তবে মুস্তাফিজকে ছাড়তে চায় না চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজকে দুই ভিন্নভাবে দলে ফিরিয়ে আনবে দলটি।

মেগা নিলামের মাধ্যমে মুস্তাফিজকে দলে ফিরিয়ে আনতে পারে চেন্নাই সুপার কিংস। আরেকটি উপায় হল আপনি যদি নিলামে এটি বিক্রি করতে না পারেন, তবে আপনাকে এটি বিক্রি করার জন্য দলের কাছ থেকে একই পরিমাণ অর্থ দিয়ে কিনতে হবে। একে বলা হয় রাইট টু ম্যাচ নিয়ম।

সূত্র বলছে, পাথিরানা জুটি গড়তে যেকোনো মূল্যে মুস্তাফিজকে দলে আনবে চেন্নাই সুপার কিংস। এতে করে মুস্তাফিজের দাম যেতে পারে ৪-১১ কোটি টাকা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে