ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

৭-১ গোল: অবিশ্বাস্য ভাবে শেষ আর্জেন্টিনার ম্যাচ, সেভেনআপ গল্পের নতুন অধ্যায় দেখলো ফুটবল বিশ্ব

ফুটবল ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ০৮ ০৮:৫৪:৩৪
৭-১ গোল: অবিশ্বাস্য ভাবে শেষ আর্জেন্টিনার ম্যাচ, সেভেনআপ গল্পের নতুন অধ্যায় দেখলো ফুটবল বিশ্ব

দক্ষিণ আমেরিকার ফুটবল ইতিহাসে ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ সর্বদাই উত্তেজনার কেন্দ্রবিন্দু। এই দুই পরাশক্তির খেলাকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য গল্প-গাথা, যার মধ্যে সবচেয়ে আলোচিত “সেভেনআপ”। বাংলাদেশে এই গল্প বিশেষ জনপ্রিয়, যার মূল প্রেক্ষাপট ২০১৪ সালে ব্রাজিলের ৭-১ গোলে হার। এবার সেই গল্পে নতুন মাত্রা যোগ করল আর্জেন্টিনা।

কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্টের গ্রুপ পর্বে আর্জেন্টিনা ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ইকুয়েডরকে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) পেরুর লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনার হয়ে উলিসেস সিলগুয়েরো, রদ্রিগো আলভারেজ (দুই গোল), বাতিস্তা কাসো, ফ্যাব্রিসিও গালভান, ইভান মন্টেরস এবং লুকাস হঞ্জ গোল করেন। ইকুয়েডরের পক্ষে একমাত্র গোলটি করেন জাভিয়ের চিকুইতো।

ব্রাজিলের ২০১৪ সালের ঐতিহাসিক ৭-১ গোলের হারের কথা এখনো তাজা বাংলাদেশে ফুটবল ভক্তদের স্মৃতিতে। সেই ঘটনার রেশ ধরে ব্রাজিলকে “সেভেনআপ” নামে ডাকার গল্প শুরু হয়। এবার আর্জেন্টিনার এই বিশাল জয়ে নতুনভাবে আলোচনায় এলো সেভেনআপ।

শুধু আর্জেন্টিনা নয়, গ্রুপ ‘বি’ থেকে কলম্বিয়াও একই দিনে ৭-১ গোলের জয় তুলে নিয়েছে বলিভিয়ার বিপক্ষে। দুটি দলের এই দাপুটে পারফরম্যান্স ফুটবল ভক্তদের কাছে সেভেনআপ গল্পে নতুন রসদ যোগ করেছে।

গ্রুপ পর্বে চার ম্যাচে দুটি জয় ও দুটি ড্র নিয়ে গ্রুপ রানার্সআপ হয় আর্জেন্টিনা। সেমিফাইনালে তাদের মুখোমুখি হতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। অপর সেমিফাইনালে প্যারাগুয়ে খেলবে কলম্বিয়ার বিপক্ষে।

দক্ষিণ আমেরিকার ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ মানেই এক অনন্য উত্তেজনা। অনূর্ধ্ব-২০ ফুটসালে এই দ্বৈরথ নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা যায়। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াইয়ে সেভেনআপ গল্পের আরেক অধ্যায় যোগ হবে কিনা, তা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

সেভেনআপ গল্পের শুরু হয়েছিল ব্রাজিলের এক দুঃসহ স্মৃতি দিয়ে। এবার আর্জেন্টিনার দাপুটে জয় সেই গল্পে নতুন রং লাগিয়েছে। সেমিফাইনালে দুই প্রতিদ্বন্দ্বীর মহারণ ফুটবল ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় রচনা করবে বলে মনে করা হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ