ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি: ৪২ বলে ১০০ রান: পারভেজ হোসেন ইমনের তান্ডব দেখলো ক্রিকেট বিশ্ব

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ০৫ ১৫:৩৮:২৭
ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি: ৪২ বলে ১০০ রান: পারভেজ হোসেন ইমনের তান্ডব দেখলো ক্রিকেট বিশ্ব

বাংলাদেশের ক্রিকেটের এক প্রতিভাবান ব্যাটারের নাম পারভেজ হোসেন ঈমন , যিনি যেকোন সময় ভয়ংকর হয়ে উঠতে পারেন। তাঁর ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য ঘটনা হলো মিরপুরে চার বছর আগে একটি টি-টোয়েন্টি ম্যাচে ৪২ বলে ১০০ রান করার অসাধারণ ইনিংস। বিপক্ষ দলের ২২১ রানের লক্ষ তাড়া করতে গিয়ে তাঁর দল ১১ বল বাকি থাকতেই জয়ের দেখা পায়। ওই ইনিংসে ঈমন ৯টি চার এবং ৭টি ছয় মেরে অসাধারণ চমক দেখিয়েছিলেন।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, ঈমনের ক্যারিয়ার সেই ধারা ধরে রাখতে পারেনি। তিনি বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত মাত্র তিনটি টি-টোয়েন্টি খেলেছেন, যেখানে তাঁর রান ২৫ এবং গড় ৮। তবে এসব পরিসংখ্যান হতাশাজনক হলেও, ঈমন এখনও তাঁর সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছেন।

লম্বা সময় পর আবার জাতীয় দলে ফিরে আসা ঈমন এবার ব্যাট হাতে আগুন ঝড়াতে প্রস্তুত। নেট প্র‍্যাকটিসের পাশাপাশি তাঁর সাম্প্রতিক পারফরম্যান্সও কিছুটা আশা জাগাচ্ছে। অগাস্টে অস্ট্রেলিয়ায় ৮ ইনিংসে ১৮৬ রান করেছেন, যদিও স্ট্রাইক রেট ছিল ১১২, তবে তিনি দলের শীর্ষ রান সংগ্রাহকের তালিকার সবার উপরে ছিলেন।

তাঁর ক্যারিয়ারে ১০ ইনিংসে মাত্র একটিই ফিফটি এসেছে। ঈমনের ঝোড়ো ব্যাটিং এবং দারুণ শুরু করার ক্ষমতা আছে, তবে তাঁর সামনে এখন মূল চ্যালেঞ্জ হলো ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করা এবং দলে নিজের জায়গা ধরে রাখা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত