ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

মেক্সিকোতে মাঝ আকাশে বিমান ছিনতাইয়ের চেষ্টায় চাঞ্চল্য, সন্দেহভাজন আটক

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ১০ ২২:৫৪:৩৪
মেক্সিকোতে মাঝ আকাশে বিমান ছিনতাইয়ের চেষ্টায় চাঞ্চল্য, সন্দেহভাজন আটক

মেক্সিকোতে আকাশপথে ভয়াবহ এক ঘটনা ঘটেছে। এল বাজিও থেকে তিজুয়ানাগামী ভোলারিস ৩৪০১ ফ্লাইটে এক যাত্রী ছিনতাইয়ের চেষ্টা করেন। তার দাবি ছিল, বিমানটিকে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে হবে। যাত্রীর এই কাণ্ডে বিমানে আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর চেঁচামেচি শুরু করেন বাকি যাত্রীরা।

ভোলারিস ৩৪০১ বিমানটি যখন মাঝ আকাশে, তখনই ওই যাত্রী চিৎকার করে যুক্তরাষ্ট্রে বিমান ঘুরিয়ে নেওয়ার দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানের ক্রু সদস্যরা তাকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তিনি তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। এমনকি ক্রু সদস্যদের মারধরও করেন।

ঘটনার জেরে বিমানটি মধ্য মেক্সিকোর গুয়াদালাজারায় ডাইভার্ট করা হয়। মেক্সিকোর অবকাঠামো, যোগাযোগ ও পরিবহন মন্ত্রণালয় জানায়, বিমানটিকে নিরাপদে গুয়াদালাহারা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য জরুরি সহায়তা দেওয়া হয়। সেখানেই ওই যাত্রীকে আটক করা হয়।

গুয়াদালাহারা পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির নাম মারিও এন, বয়স ৩১। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মারিও দাবি করেছেন, তার এক আত্মীয়কে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা হুমকি দিয়েছে, তিজুয়ানায় পৌঁছালে তাকে, তার স্ত্রী এবং দুই সন্তানকে হত্যা করা হবে।

ভোলারিস এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, বিমানের সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে আছেন। সংস্থাটি আরও জানায়, "যাত্রী এবং ক্রুর নিরাপত্তা আমাদের শীর্ষ অগ্রাধিকার। আমরা এই পরিস্থিতি তৈরির জন্য দুঃখিত।"

বিমানের ক্রু ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের পর কিছু সময় বিরতি দিয়ে ফ্লাইটটি আবার তিজুয়ানার উদ্দেশ্যে রওনা দেয়। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে মেক্সিকোর কর্তৃপক্ষ।

এই ঘটনা শুধু বিমানের যাত্রীদের নয়, পুরো মেক্সিকোসহ আন্তর্জাতিক পর্যায়েও চাঞ্চল্য সৃষ্টি করেছে। যাত্রীর এই আচরণ ছিল অত্যন্ত বিপজ্জনক, তবে ক্রু সদস্যদের বুদ্ধিমত্তা এবং কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত