ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

যেভাবে “অসম্ভব প্রত্যাবর্তন” ঘটতে পারে শেখ হাসিনার

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ০৫ ১৯:৫৯:১৭
যেভাবে “অসম্ভব প্রত্যাবর্তন” ঘটতে পারে শেখ হাসিনার

ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। এরপর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের বহু মন্ত্রী এমপি ও নেতাকর্মী। ফলে অনেকটা তচনচ অবস্থা তৈরি হয়েছে আওয়ামী লীগ দলের।

এদিকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের দায়িত্ব নেন নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব গ্রহণের পর নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এই সরকারকে। এর মধ্যে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা কি ফের ঘুরে দাঁড়াতে পারবেন কিংবা আওয়ামী লীগ কিআবারো ক্ষমতার মসনদ ফিরে পাবে।

এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছে মার্কিন গণমাধ্যম টাইম ম্যাগাজিন। চলতি বছরের এক আন্দোলন পাল্টে দিয়েছে পুরো দেশের রাজনৈতিক পটভূমি। শুরুটা হয়েছিল জুলাই কোটা সংস্কার আন্দোলন দিয়ে। সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে গেলে শেখ হাসিনার নির্দেশে তাদের উপর গুলি চালায় সরকারি দল ছাত্রলীগ ও পুলিশ বাহিনী।

এরপর সেই আন্দোলন শেষ হয় সরকার পতনের মধ্য দিয়ে। শেখ হাসিনার পতনের পর দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী কালীন সরকার। ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে। তবে সংস্কারপন্থীদের আশঙ্কা দেশকে দ্রুত সংস্কারের দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগের আমলের দুর্নীতির স্মৃতি সাধারণ মানুষের স্মৃতি থেকে ফিকে হতে শুরু করতে পারে।

তাছাড়া অন্তর্বর্তী সরকার অচল হয়ে পড়লে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সুযোগও বাড়বে বলে একমত অনেকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম টাইম ম্যাগাজিন কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটাতে পারেন ক্ষমতাচুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে ঢাকা ভিত্তিক থিংক ট্যাংক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক বিশ্লেষক জিল্লুর রহমান জানিয়েছেন, আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোন সুযোগ নেই।

তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যস্ত হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার্ড সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল এদিকে টাইম ম্যাগাজিন কে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ও ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন’ ‘দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ তার মা শেখ হাসিনা। কারণ গত ১৫ বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে।

এসময় নির্বাচনে দাঁড়ানো নিয়ে শেখ হাসিনা কি ভাবছেন জানতে চাইলে জয় বলেন ‘ শেখ হাসিনা নির্বাচনে দাঁড়ানোর জন্য দেশে ফিরবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বলতা হলো শেখ হাসিনাকে কার্ড চরিত্র হিসেবে দাঁড় করানো। তারা শেখ মুজিবের কন্যার বিকল্প ভাবতেও পারে না বলে জানিয়েছেন বিশ্লেষক জিল্লুর রহমান।

শেখ হাসিনার বিকল্প জয় করতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ‘জয় যদি বাংলাদেশের জনগণের নেতা হিসেবে নিজেকে নতুন করে গড়ে তুলতে না পারেন। তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নেই। কোনদিকে রাজনৈতিক নেতা হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে জয় আসবেন কিনা জানতে চাইলে প্রাইম ম্যাগাজিন কে তিনি জানান তার কখনোই রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় আসতেও হতে পারে।

তবে এখনো কোন সিদ্ধান্ত নেননি তিনি সব মিলিয়ে বলা যায় শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে বর্তমান সরকারের কার্যক্রমের ওপর। অন্তর্বর্তী সরকার যদি উল্লেখযোগ্যভাবে সফল হয় তাহলে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা কমে যেতে পারে। আর যদি বর্তমান সরকারের কর্মকাণ্ড জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তাহলে শেখ হাসিনা ও তার দল পুনরায় রাজনৈতিক প্রভাব ফিরে পেতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে