ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য অনেক বড় সুখবর দিলো ভারত

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ১২ ২২:১২:৪০
ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য অনেক বড় সুখবর দিলো ভারত

বাংলাদেশিদের জন্য ভারত ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বিষয়টি নিশ্চিত করেছেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব। এটি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও সহজ করবে এবং সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে।”

সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে চলমান বিভিন্ন অপপ্রচারের বিষয়টিও উঠে আসে। সৈয়দা রিজওয়ানা বলেন, “বাংলাদেশের পক্ষ থেকে অপপ্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। উত্তরে ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, এসব অপপ্রচার ভারত সরকারের নয়, বরং বিভিন্ন সংগঠনের কার্যক্রম।”

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন, ভারতে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু বক্তব্য বাংলাদেশ সরকার পছন্দ করেনি। বিষয়টি ভারতের পররাষ্ট্র সচিবের কাছে তুলে ধরা হয়েছে।

বিক্রম মিশ্রি এ বিষয়ে বলেন, “শেখ হাসিনার বক্তব্য দুই দেশের সম্পর্কের পথে বাধা হওয়া উচিত নয়। আমাদের মূল লক্ষ্য হলো দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করা।”

দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে ভারত বিশেষ আগ্রহ প্রকাশ করেছে। সৈয়দা রিজওয়ানা বলেন, “ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। এটি দুই দেশের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে।”

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা নীতির সম্ভাব্য পরিবর্তন দুই দেশের জনগণের যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি শুধুমাত্র ভ্রমণ নয়, বরং বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

বাংলাদেশে আজকের সোনা ও রূপার দাম ২০২৫

বাংলাদেশে আজকের সোনা ও রূপার দাম ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে সোনার বাজারে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেলেও, ২০২৫ সালের ২১ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক... বিস্তারিত

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত