ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

আইপিএল নিলামে অবিক্রীত থেকেও ইতিহাস গড়লেন গেইল

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ১২ ২৩:৪৯:৩৩
আইপিএল নিলামে অবিক্রীত থেকেও ইতিহাস গড়লেন গেইল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে ক্রিস গেইল একমাত্র ক্রিকেটার, যাকে নিলামে কোনো দল কিনেনি। তবে, এই অবিক্রীত থাকার পরও গেইল আইপিএলে ইতিহাস সৃষ্টি করেন, যা ক্রিকেট বিশ্বের জন্য অবিশ্বাস্য এক ঘটনা হয়ে দাঁড়ায়।

২০১১ সালে আইপিএলের নিলামের সময় গেইল অবিক্রীত থাকেন, যা তার ভক্তদের জন্য বড় চমক ছিল। তার অবিক্রীত থাকার প্রধান কারণ ছিল ফর্ম এবং ফিটনেস নিয়ে শঙ্কা, যা কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

তবে টুর্নামেন্টের মাঝপথে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) এক চোটের কারণে তাদের অস্ট্রেলিয়ান পেসার ডির্ক নানেসকে হারিয়ে সমস্যায় পড়ে। তখন তারা গেইলকে দলের সাথে যোগ করতে অনুরোধ জানায়, আর গেইল দলে যোগ দেন বিরাট কোহলির নেতৃত্বাধীন ব্যাঙ্গালুরুর হয়ে।

গেইল তার প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একটি অসাধারণ সেঞ্চুরি হাঁকান। এরপর টুর্নামেন্টের বাকি অংশে ১২ ম্যাচে অংশ নিয়ে ৬০৮ রান সংগ্রহ করেন ৬৭.৫৫ গড়ে, দুটি সেঞ্চুরি এবং তিনটি ফিফটি সহ। এই পারফরম্যান্সের জন্য তিনি অরেঞ্জ ক্যাপ জিতে নেন, যা তাকে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বানায়।

গেইলের এই অভূতপূর্ব পারফরম্যান্স তার দলের অধিনায়ক বিরাট কোহলিকেও ছাপিয়ে যায়। কোহলি চারটি ম্যাচ বেশি খেলেও ৫৫৭ রান করেছিলেন। গেইল ও কোহলির অসাধারণ পারফরম্যান্সের ফলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথমবারের মতো আইপিএল ফাইনালে পৌঁছায়।

গেইলের বিশাল ছক্কা এবং নির্ভীক ব্যাটিং তাকে টি-টোয়েন্টি ক্রিকেটের ‘ইউনিভার্স বস’ খেতাব এনে দেয়। ২০১১ সালের আইপিএল গেইলের জন্য এক অবিস্মরণীয় আসর হয়ে রইলো, যা এখনও আইপিএল ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

আমিই সবার সেরা: রোনালদো

আমিই সবার সেরা: রোনালদো

বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে সর্বকালের সেরা (GOAT) দাবি করলেও, শরীরী ভাষা বিশ্লেষক ড্যারেন স্ট্যানটনের মতে, তার... বিস্তারিত



রে