ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১

পাল্টে গেল সব কিছু: নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

ফুটবল ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ১৩ ১৭:২৫:০৯
পাল্টে গেল সব কিছু: নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বাংলাদেশ নারী ফুটবল দল প্রমাণ করেছে তাদের সামর্থ্য। এই সাফল্যের সুবাদে ফিফা র‌্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে এখন ১৩২ নম্বরে উঠে এসেছে লাল-সবুজের দল।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ফিফা নারী ফুটবলের সর্বশেষ র‌্যাংকিং প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল ১৩৯তম স্থান থেকে ১৩২তম স্থানে উঠে এসেছে। এই উন্নতির পেছনে বড় ভূমিকা রেখেছে সাফ চ্যাম্পিয়নশিপে তাদের ধারাবাহিক পারফরম্যান্স। বর্তমানে দলের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১০৯৭.৫৫।

দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে। এশিয়ার ৪০টি দলের মধ্যে তারা এখন ২৬তম। এদিকে, ভারতের নারী ফুটবল দল এক ধাপ পিছিয়ে ৬৯তম স্থানে নেমে এসেছে। অন্যদিকে, সাফের রানার্সআপ নেপাল চার ধাপ পিছিয়ে বর্তমানে অবস্থান করছে ১০৩ নম্বরে।

ফিফার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন এক ধাপ এগিয়ে ২ নম্বরে এবং জার্মানি উঠে এসেছে ৩ নম্বরে। তবে ইংল্যান্ড দুই ধাপ পিছিয়ে ৪ নম্বরে নেমে গেছে।

সাবিনা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ নারী দল শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, এশিয়ার বড় মঞ্চেও নিজেদের অবস্থান শক্তিশালী করছে। তবে এ উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে প্রয়োজন পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ এবং আরও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা।

বাংলাদেশ নারী দলের সাম্প্রতিক এই অগ্রগতি দেশের ফুটবলের জন্য অনুপ্রেরণাদায়ক। ভবিষ্যতে আরও বড় অর্জনের আশায় দিন গুনছে দেশের ফুটবলপ্রেমীরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

পিএসএল ড্রাফট: আকাশ ছোয়া মুল্যে মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ

পিএসএল ড্রাফট: আকাশ ছোয়া মুল্যে মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৫ আসরের ড্রাফটে বাংলাদেশের একাধিক ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। প্রাথমিকভাবে প্রায় ৩০ জনের মতো ক্রিকেটারের নাম... বিস্তারিত



রে