ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

নতুন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ১৪ ১৭:১৮:১৩
নতুন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর দেশব্যাপী নানা কর্মসূচি পালন করবে বিএনপি। তবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকে এই কর্মসূচির আওতায় রাখা হয়নি।

শনিবার (১৪ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর ছাড়া দেশজুড়ে জেলা ও মহানগরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের উদ্যোগে আলোচনা সভা এবং র‍্যালি আয়োজন করা হবে।

বিএনপির পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের কর্মসূচি সফল করতে একযোগে কাজ করার অনুরোধ করা হয়েছে। দলের এই উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের জন্য বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে, ঢাকায় বিশেষ কোনো কর্মসূচি না থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে দলটি বিজয় দিবসে রাজনৈতিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নানা অনুষ্ঠান আয়োজন করবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত