ঢাকা, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রেকিং নিউজ: আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফ*তারে অভিযান, যা বললেন আসিফ মাহমুদ সজীব

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ১৫ ১৮:৫৪:৪২
ব্রেকিং নিউজ: আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফ*তারে অভিযান, যা বললেন আসিফ মাহমুদ সজীব

আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারের অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এই তথ্য প্রকাশ করেন। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আসিফ মাহমুদ সজীব বলেন, সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সামনে অনুষ্ঠিতব্য ইভেন্টগুলো শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে শেষ করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া গত কিছুদিন ধরে দেশজুড়ে যে গ্রেফতার অভিযান চলছে, সেটি আরও তীব্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, এসব অ্যাক্টিভিটি লক্ষ্য করার পর, সরকার সারাদেশে অভিযান জোরদারের উদ্যোগ নিয়েছে, এবং এর ফলাফল শিগগিরই দৃশ্যমান হবে।

তিনি বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকারের যারা এখনও বিভিন্ন গোষ্ঠীকে উসকানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কার্যক্রম চলবে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং স্পষ্ট অভিযোগের ভিত্তিতে তারা গ্রেফতার হবে।"

এছাড়া, সম্প্রতি ছাত্রলীগের ফিরে আসার একটি ছবির বিষয়ে আসিফ মাহমুদ সজীব জানান, ওই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি বলেন, "গোয়েন্দা সংস্থা থেকে খবর এসেছে যে, এটি পূর্বের কোনো ছবি হতে পারে কিংবা ছবিটি এডিট করা হয়েছে।"

উপদেষ্টা আরও জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগ আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছে, তবে অতীতে অনেক সময় এমন কর্মসূচি ঘোষণা করা হয়েছে যা পরে বাস্তবায়িত হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়গুলোতে সতর্ক দৃষ্টি রাখছে।

এ ধরনের পদক্ষেপের মাধ্যমে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধ করতে প্রস্তুত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে