ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

বিশাল সুখবর: বাংলাদেশে ভিসা সেন্টার খুলতে আগ্রহী বিশ্বের সবচেয়ে আধুনিক দেশ

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ১৫ ২৩:০৬:২১
বিশাল সুখবর: বাংলাদেশে ভিসা সেন্টার খুলতে আগ্রহী বিশ্বের সবচেয়ে আধুনিক দেশ

বাংলাদেশে আবারও ভিসা সেন্টার চালু করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ এ কথা জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করে জানিয়েছে, টনি বার্গ ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার পুনরায় চালু করার পরিকল্পনা এবং অনিয়মিত অভিবাসন রোধে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশার কথা উল্লেখ করেন।

সাক্ষাৎকালে টনি বার্গ বলেন, তিনি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনগুলো গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেছেন। তিনি স্বৈরাচারী শাসনের পতনের পর দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং বড় পরিসরের উদযাপনের প্রশংসা করেন।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী শাসনের পতনের পর দেশে পুনর্গঠন কার্যক্রম অত্যন্ত চ্যালেঞ্জিং। স্বৈরাচারী সরকার দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছিল এবং অর্থনীতিও শোচনীয় অবস্থায় ছিল। তবে, বাংলাদেশের জনগণ ধৈর্যশীল এবং তারা এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করছে।

বাংলাদেশ থেকে অনিয়মিত অভিবাসনের বিষয়টি উত্থাপন করে টনি বার্গ বলেন, তার সরকার এ সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরু করতে চায়। জবাবে অধ্যাপক ইউনূস অনুরোধ করেন, বাংলাদেশ থেকে নিয়মিত অভিবাসনের সংখ্যা বাড়ানোর জন্য। এ প্রসঙ্গে টনি বার্গ জানান, তার সরকার এই প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

সাক্ষাৎ শেষে অধ্যাপক ইউনূস অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ বইটি উপহার দেন। বইটি জুলাই বিপ্লবের সময় দেশের বিভিন্ন শহরের দেয়ালে আঁকা গ্রাফিতি ও ম্যুরাল নিয়ে লেখা। টনি বার্গ বইটির প্রশংসা করেন এবং ব্যক্তিগতভাবে এসব শিল্পকর্ম সরাসরি দেখার ইচ্ছা প্রকাশ করেন।

অস্ট্রেলিয়ার এই আগ্রহ দুই দেশের সম্পর্ক উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে