ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শতাব্দীর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে লন্ডভন্ড সবকিছু

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ১৬ ১১:১৯:৪১
শতাব্দীর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে লন্ডভন্ড সবকিছু

শতাব্দীর অন্যতম প্রলয়ংকরী ঘূর্ণিঝড় চিডোর আঘাতে ভারত মহাসাগরের ফরাসি দ্বীপ মায়োটে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। গত শনিবার ঘণ্টায় ২২৫ কিলোমিটার (১৪০ মাইল) বেগে আছড়ে পড়া এই ঘূর্ণিঝড়ে দ্বীপটির অধিকাংশ এলাকা বিধ্বস্ত হয়ে গেছে। সরকারি এবং স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, কয়েকশ' মানুষের মৃত্যু ইতোমধ্যেই নিশ্চিত এবং এই সংখ্যা হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দরিদ্র জনগোষ্ঠী এবং অস্থায়ী ঘরবাড়িতে বসবাসকারীরা ঘূর্ণিঝড় চিডোর সবচেয়ে বড় শিকার। প্রচণ্ড ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাতে বহু ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পুরো দ্বীপটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল।

উদ্ধারকর্মীরা এখনও দুর্গত এলাকায় প্রবেশ করে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র বের করার চেষ্টা করছেন। দ্বীপটির তিন লাখেরও বেশি বাসিন্দার বেশিরভাগই বর্তমানে খাদ্য, পানি এবং আশ্রয়ের সংকটে ভুগছে।

মামুদজু শহরের এক বাসিন্দা জানান, "তিন দিন ধরে পানির অভাবে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। জানি না, কখন পরিস্থিতি স্বাভাবিক হবে।" আরেক বাসিন্দা জন ব্যালোজ বলেন, "ঘূর্ণিঝড়ের সময় আমি মনে করেছিলাম, আমার জীবন এখানেই শেষ হয়ে যাবে। প্রচণ্ড বাতাসে সাহায্যের জন্য চিৎকার করা ছাড়া কিছুই করতে পারিনি।"

প্রত্যক্ষদর্শী মোহামেদ ইসমাইল বলেন, "এই দৃশ্য যেন পারমাণবিক যুদ্ধের পরের পরিস্থিতি। দরিদ্র এবং অনিবন্ধিত অভিবাসীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অস্থায়ী ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।"

ফরাসি অর্থ সহায়তার ওপর নির্ভরশীল মায়োটে এমনিতেই দারিদ্র্য, বেকারত্ব এবং রাজনৈতিক অস্থিরতা প্রকট। এর মধ্যে চিডোর আঘাত পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। দ্বীপটির পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা এখন চরমে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন ভয়াবহ ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়তে পারে। চিডো তার উদাহরণ। তারা দ্বীপ অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় স্থায়ী অবকাঠামো এবং কার্যকর প্রস্তুতির ওপর জোর দিচ্ছেন।

মায়োটের এই বিপর্যয় শুধু স্থানীয় সংকট নয়, এটি বৈশ্বিক দুর্যোগ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ হিসেবেও সামনে এসেছে। দ্রুত এবং কার্যকর সহায়তা ছাড়া দ্বীপটির সংকট আরও গভীর হওয়ার শঙ্কা রয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত