ঢাকা, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রেকিং নিউজ: স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান মির্জা ফখরুল

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ১৬ ১১:৪০:৫৫
ব্রেকিং নিউজ: স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান মির্জা ফখরুল

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পর অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে দ্রুত সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার স্মৃতিসৌধে বিএনপির নেতাকর্মীরা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল অসুস্থ অনুভব করেন এবং তিনি স্মৃতিসৌধের ফ্লোরে বসে পড়েন। এ সময় বিএনপির নেতাকর্মীরা তার মাথায় পানি ঢালেন, কিন্তু কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তাকে তৎক্ষণাৎ ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর নবী সোহেলসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্তমানে মির্জা ফখরুলকে সিএমএইচ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তার শারীরিক অবস্থার সম্পর্কে এখনও কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে