ঢাকা, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

বিশাল লজ্জার রেকর্ড গড়ার দ্বার প্রান্তে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ১৭ ০৯:৫৯:১০
বিশাল লজ্জার রেকর্ড গড়ার দ্বার প্রান্তে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান

২০২৪ সাল শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। বছরের শেষভাগে ক্রিকেট দুনিয়ার হিসাব-নিকাশে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পাকিস্তান, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। ইতিমধ্যেই বিব্রতকর রেকর্ডের শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নিজেদের মান বাঁচানোর চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি।

২০২৪ সালে পাকিস্তান ক্রিকেটের জন্য এক হতাশাজনক বছর। টি-টোয়েন্টি ফরম্যাটে তারা খেলেছে মোট ২৭টি ম্যাচ, যার মধ্যে হার ১৬টিতে। মাত্র ৯টি ম্যাচে জয় পেয়েছে দলটি। একটি ম্যাচ টাই এবং আরেকটি ফলহীন। এই পরিসংখ্যান তাদের বছরের সবচেয়ে ব্যর্থ দলের তালিকায় শীর্ষে নিয়ে গেছে।

পাকিস্তানের পাশে সমান হারের রেকর্ড নিয়ে অবস্থান করছে উগান্ডা। তবে উগান্ডা তুলনামূলক কম, ২৪টি ম্যাচ খেলে ১৬টিতে হেরেছে এবং জয় পেয়েছে ৮টিতে।

জিম্বাবুয়ে ২৪টি ম্যাচে হেরেছে ১৪টি এবং জিতেছে ১০টি। হারের সংখ্যায় তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশ, যারা ১০টি জয়ের বিপরীতে হেরেছে ১২টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকা ২৩টি ম্যাচে ১১টি হার এবং ১২টি জয় নিয়ে চারে রয়েছে। আর ওয়েস্ট ইন্ডিজ ২৫ ম্যাচে ১০টি হারের পাশাপাশি জিতেছে ১৪টি।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ চলতি বছরে কিছুটা নিরাপদ থাকলেও টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ডে তাদের অবস্থান এখনো নড়বড়ে। সিরিজের আগে দুই দলের হারের সংখ্যা ছিল সমান ১০৭টি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচ হেরে এই সংখ্যা ১০৮-এ নিয়ে গেছে।

বাংলাদেশের জন্য বড় শঙ্কা হলো সিরিজের বাকি দুটি ম্যাচ। যদি তারা দুটি ম্যাচেই হেরে বসে, তাহলে বছরের শেষেই টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হারা দলের লজ্জার রেকর্ড তাদের দখলে চলে যাবে। টাইগাররা প্রথম ম্যাচ জিতেছে, তাই এই অপবাদ এড়াতে এখন সব ম্যাচ জেতার চ্যালেঞ্জ তাদের সামনে।

বছরের শেষদিকে পাকিস্তান নিজেদের ব্যর্থতার রেকর্ড নিশ্চিত করেছে। তবে বাংলাদেশের সামনে এখন মান বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ। ওয়েস্ট ইন্ডিজও লড়াইয়ে ফিরে আসার চেষ্টা করবে। আসন্ন ম্যাচগুলো তাই শুধুই একটি সিরিজ নয়, এটি হবে দলগুলোর রেকর্ড বাঁচানোর পাশাপাশি মানসম্মানের লড়াই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে