ঢাকা, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চার ছক্কার বৃষ্টিতে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লেন এনামুল হক বিজয়

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ১৭ ১৪:৫০:৩৮
চার ছক্কার বৃষ্টিতে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লেন এনামুল হক বিজয়

একদিন বিরতির পর আজ মঙ্গলবার আবারও মাঠে গড়িয়েছে এনসিএল টি-টোয়েন্টি লিগ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা বিভাগ ও খুলনা বিভাগ। আর ম্যাচের কেন্দ্রবিন্দুতে ছিলেন খুলনার ওপেনার আনামুল হক বিজয়। তার দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে খুলনা ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে।

শুরুতে ধীর গতিতে ব্যাটিং করলেও পরে তাণ্ডব চালান বিজয়। শেষ পর্যন্ত ৬৩ বলে ১০ চার ও ৫ ছক্কার সাহায্যে ১০১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। এনসিএল টি-টোয়েন্টি লিগে এটি বিজয়ের প্রথম এবং চলতি আসরের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে প্রথম দিনে সিলেটের জিসান আলম পেয়েছিলেন শতক।

একদিকে যখন বিজয় লড়াই চালিয়ে যাচ্ছিলেন, তখন শেষের দিকে তার সঙ্গ দেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। ২৩ বলে ৩৪ রানের কার্যকর ইনিংস খেলেন সোহান, যেখানে ছিল ১ চার ও ২টি ছক্কা। তার ইনিংসটি খুলনার রানের গতি বাড়াতে বড় ভূমিকা রাখে।

তবে খুলনার ব্যাটিং লাইনআপের অন্যরা আজও ব্যর্থ। উদ্বোধনী জুটিতে নামা ইমরুল কায়েস ১১ বলে ১৪ রান করে ফিরেন। আজিজুল হক তামিম ১৮ রান করেন। সবচেয়ে হতাশার বিষয় ছিল মোহাম্মদ মিঠুনের শূন্য রানে ফেরত যাওয়া। সিনিয়রদের এই ব্যর্থতা সত্ত্বেও বিজয় ও সোহানের ব্যাটে দল বড় স্কোর গড়ে।

চলতি আসরে খুলনার পারফরম্যান্স সন্তোষজনক নয়। প্রথম চার ম্যাচে তাদের জয় মাত্র একটি। তবে আজকের ম্যাচে বিজয়ের সেঞ্চুরির সুবাদে তারা ১৮০ রানের বড় লক্ষ্য দাঁড় করিয়েছে। ঢাকার সামনে এখন কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

খুলনা যদি বোলিংয়ে নিজেদের সেরা শক্তি কাজে লাগাতে পারে, তবে এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ থাকবে। অন্যদিকে ঢাকাকে ম্যাচে ফিরতে হলে ব্যাটারদের দেখাতে হবে অসাধারণ পারফরম্যান্স।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে