ঢাকা, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ১৮ ১০:০৬:১৭
চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ হলো। ক্যারিবীয়দের মাটিতে তাদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়লো লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ২৭ রানে জয় তুলে নিয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ১২৯/৭ (২০ ওভার)

সৌম্য ১১, লিটন ৩, তানজিদ ২, মিরাজ ২৬, জাকের ২১, শামীম ৩৫*

ওয়েস্ট ইন্ডিজ: ১০২/১০ (১৮.৩ ওভার)

কিং ৮, চার্লস ১৪, চেজ ৩২, আকিল ৩১; তাসকিন ৩/১৬, রিশাদ ২/১২

১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। রোস্টন চেজ ও আকিল হোসেনের জুটিতে লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশি বোলারদের ধারালো বোলিংয়ে তা সম্ভব হয়নি।

তাসকিন আহমেদ শুরুতেই ব্রেন্ডন কিং ও আন্দ্রে ফ্লেচারকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বড় ধাক্কা দেন। মাঝখানে রিশাদ হোসেন এক ওভারে রোস্টন চেজ (৩২) ও গুড়াকেশ মোতির উইকেট তুলে নেন। মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিবের বোলিংয়ে শেষ পর্যন্ত ১৮.৩ ওভারেই অলআউট হয় স্বাগতিকরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ওপেনার লিটন দাস (৩), তানজিদ হাসান (২), এবং সৌম্য সরকার (১১) দ্রুত ফিরে গেলে ৪২ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ।

তবে শেষদিকে শামীম হোসেনের ঝড়ো ইনিংস বাংলাদেশকে সম্মানজনক স্কোর এনে দেয়। মাত্র ১৭ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংসে দুটি ছক্কা ও দুটি চারে ম্যাচে পার্থক্য গড়ে দেন তিনি। মেহেদী মিরাজ (২৬) ও জাকের আলীর (২১) ব্যাটিংও দলের স্কোরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফিল্ডিংয়ের সময় ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান সৌম্য সরকার। তাকে অ্যাম্বুলেন্সে করে স্ক্যানের জন্য হাসপাতালে নেওয়া হয়। যদিও তার চোটের মাত্রা সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কখনও টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। তবে এবারের সিরিজে শেখ মেহেদী, তাসকিন আহমেদ, এবং শামীম হোসেনদের অসাধারণ পারফরম্যান্সে গর্বের অধ্যায় যোগ হলো বাংলাদেশ ক্রিকেটে।

এমন এক জয় নিশ্চিতভাবেই বাংলাদেশ দলকে নতুন আত্মবিশ্বাস দেবে। সামনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে এই জয় হবে অনুপ্রেরণার উৎস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে