ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

শেষ সাকিব ও সাব্বিরের মধ্যকার ফাইনালে উঠার লড়াই, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ১৯ ১০:১৫:০৯
শেষ সাকিব ও সাব্বিরের মধ্যকার ফাইনালে উঠার লড়াই, দেখেনিন ফলাফল

লঙ্কা টি-টেনের প্রথম আসরে ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে পারেনি সাকিব আল হাসানের গল মার্ভেলস। দ্বিতীয় কোয়ালিফায়ারে মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন হাম্বানটোটা বাংলা টাইগার্সের কাছে ৬ উইকেটের পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।

গতকাল (বুধবার) পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গল মার্ভেলস। তবে ব্যাটিংয়ে দলটি শুরু থেকেই চাপে পড়ে যায়। ইনিংসের প্রথম ওভারেই দলীয় ৬ রানের মাথায় ওপেনার সান্দুন ভিরাক্কোদি (৬) এবং ভানুকা রাজাপাকসের (০) বিদায় ঘটায়। এরপর দ্রুত উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে গল।

সাবেক ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস (৫) এবং লাহিরু উদারা (৪ বলে ১২) দলীয় ২৩ ও ২৪ রানে বিদায় নেন। দলের বিপদ কাটাতে মাঠে নামেন সাকিব। ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। মাত্র ৯ বল খেলে ১২ রানে আউট হন এই টাইগার অলরাউন্ডার।

দলের রান কিছুটা এগিয়ে নিতে ভূমিকা রাখেন লঙ্কান ব্যাটার মোভিন সুবাসিংহ। তিনি ১৪ বলে ৩২ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। তার ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ১০ ওভারে গল মার্ভেলস ৯০ রান সংগ্রহ করে।

বাংলা টাইগার্সের হয়ে ইশান মালিঙ্গা নেন সর্বোচ্চ ৩টি উইকেট। থারিন্দু রত্ননায়েক, ধনঞ্জয়া লক্ষণ ও ইসুরু উদানা প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন।

৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলা টাইগার্স। কুশল পেরেরা ১০ বলে ২২ এবং দাসুন শানাকা ৮ বলে ২০ রান করেন। তবে দলের জয়ের মূল ভূমিকা রাখেন শেভন ড্যানিয়েল। তার ১৭ বলে ৩৬ রানের ইনিংসে ছিল ৪টি চার এবং ২টি ছক্কার ঝড়।

লঙ্কান স্পিনার প্রবাথ জয়সুরিয়া এক ওভারেই ২৪ রান খরচ করে দলকে বিপদে ফেলেন। ফলে মাত্র ৭ ওভারেই ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলা টাইগার্স।

যদিও বাংলা টাইগার্সের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ম্যাচে বড় কিছু করতে পারেননি। মাত্র ২ বলে ৪ রান করে আউট হন তিনি। তবে তার নেতৃত্বাধীন দলটি ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে।

প্রথম আসরের ফাইনালে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে হাম্বানটোটা বাংলা টাইগার্স এবং জাফনা টাইটান্স। এখন দেখার পালা, মোসাদ্দেকের নেতৃত্বে বাংলা টাইগার্স কি শিরোপা জিততে পারে!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে