ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আইসিসি ২.২ ধারা: সাকিবের মত স্টাম্পে লাথি মেরে কঠিন শাস্তি পেলেন ক্লাসেন

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ২১ ১১:৫০:৩৬
আইসিসি ২.২ ধারা: সাকিবের মত স্টাম্পে লাথি মেরে কঠিন শাস্তি পেলেন ক্লাসেন

বাংলাদেশের সাকিব আল হাসানের ঘরোয়া ক্রিকেটে স্টাম্পে লাথি মারার কাণ্ড একসময় সারা ফেলেছিল ক্রিকেট বিশ্বে। এবার আন্তর্জাতিক ক্রিকেটে সেই একই কাজ করে শিরোনামে এসেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার হেনরিখ ক্লাসেন। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মারায় আইসিসি তাকে শাস্তি দিয়েছে।

কেপ টাউনে পাকিস্তানের ৩২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়াদের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন হেনরিখ ক্লাসেন। পাঁচ নম্বরে নেমে ৪ ছক্কা ও ৮ চারে মাত্র ৭৪ বলে ৯৭ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। কিন্তু ৪৪তম ওভারের প্রথম বলে নাসিম শাহর পুল শটে ক্যাচ দিয়ে আউট হয়ে যান।

আউটের পরপরই নিজের মেজাজ ধরে রাখতে ব্যর্থ হন ক্লাসেন। হতাশায় স্টাম্পে লাথি মারেন, যা আম্পায়ারদের নজরে আসে। পরে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন তাকে শাস্তি দেন।

আইসিসির আচরণবিধির ২.২ ধারা লঙ্ঘনের কারণে ক্লাসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এমন শাস্তি ভবিষ্যতে গুরুতর অপরাধের ক্ষেত্রে বড় নিষেধাজ্ঞার ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

বাংলাদেশের সাকিব আল হাসান ২০২১ সালে ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে স্টাম্পে লাথি মেরেছিলেন। তার সেই আচরণ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। যদিও সেটি আন্তর্জাতিক ম্যাচে ছিল না, তবে ক্লাসেনের ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ঘটায় তা আরও বড় আকারে আলোচিত হচ্ছে।

ক্লাসেনের লড়াকু ইনিংস সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা ম্যাচটি ৮১ রানের বড় ব্যবধানে হারে। এর ফলে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে পাকিস্তান। রোববার জোহানেসবার্গে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্রিকেট শুধু ব্যাট-বলের খেলা নয়, এটি আবেগেরও জায়গা। তবে খেলোয়াড়দের আবেগ নিয়ন্ত্রণে রাখা মাঠের শৃঙ্খলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাকিব বা ক্লাসেনের মতো ক্রিকেটাররা যখন নিজেদের মেজাজ হারান, তখন তা মাঠের শৃঙ্খলা ও খেলাটির মর্যাদায় প্রভাব ফেলে।

এই ঘটনার পর ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের আরও দায়িত্বশীল হতে হবে। আবেগের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখাই খেলোয়াড়দের আসল পেশাদারিত্বের পরিচায়ক। ক্লাসেনের শাস্তি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে