ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

চার নয় ছক্কার ঝড়ে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ২১ ১৭:১৫:৪৪
চার নয় ছক্কার ঝড়ে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড

পাঞ্জাবের ব্যাটার এনামূলপ্রিত সিংহ বিজয় হাজারে ট্রফি ২০২৪-এ ব্যাট হাতে এক অবিশ্বাস্য কীর্তি গড়েছেন। অরুণাচল প্রদেশের বিপক্ষে মাত্র ৩৫ বলে শতক পূর্ণ করে তিনি ভারতের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন। এই ইনিংসটি বিশ্বব্যাপী দ্রুততম সেঞ্চুরির তালিকায় তৃতীয় স্থান দখল করেছে।

অরুণাচল প্রদেশ মাত্র ১৬৪ রানের লক্ষ্য দেয় পাঞ্জাবকে। তবে ব্যাটিংয়ের শুরুতেই অধিনায়ক অভিষেক শর্মা ১০ রানে আউট হন। এর পরেই ক্রিজে আসেন এনামূলপ্রিত। প্রথম থেকেই বিধ্বংসী মেজাজে থাকা এনামূলপ্রিত মাত্র ৩৫ বলে ১১টি চার ও ৮টি ছক্কার সাহায্যে শতক পূর্ণ করেন।

শতক পূর্ণ করার পর আরও একটি ছক্কা ও একটি চার মারেন তিনি। শেষ পর্যন্ত ৪৫ বলে অপরাজিত ১১৫ রান করে পাঞ্জাবকে মাত্র ১২.৫ ওভারে ৯ উইকেটে জয় এনে দেন। তার সঙ্গে ওপেনার প্রভসিমরন সিংহ অপরাজিত ২৫ বলে ৩৫ রান করেন।

বিশ্ব লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের। তিনি ২০২২ সালে মাত্র ২৯ বলে এই রেকর্ড গড়েন। দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, যিনি ২০১৪-১৫ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩১ বলে শতক করেন। এনামূলপ্রিত সিংহ এখন তৃতীয় স্থানে আছেন।

ভারতে এর আগে দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরির রেকর্ড ছিল ইউসুফ পাঠানের, যিনি ২০১০ সালে ৪০ বলে শতক করেছিলেন। গুজরাটের উইকেটকিপার ব্যাটার উরভিল প্যাটেল ২০২৩ সালে ৪১ বলে শতক করে তালিকার তৃতীয় স্থানে ছিলেন।

আইপিএলের মেগা নিলামে দল না পাওয়া এনামূলপ্রিত এই ইনিংস দিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। একসময় মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা এনামূলপ্রিত তার এই ইনিংসের মাধ্যমে প্রমাণ করলেন, তিনি এখনো বড় মঞ্চের জন্য প্রস্তুত।

এনামূলপ্রিত সিংহের এই অসাধারণ ইনিংস শুধু বিজয় হাজারে ট্রফির নয়, ভারতের ক্রিকেট ইতিহাসের একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। তার ঝোড়ো সেঞ্চুরি কেবল পাঞ্জাবকেই সহজ জয় এনে দেয়নি, বরং বিশ্ব ক্রিকেটে তার নামটি সোনার অক্ষরে লিখে দিয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে