ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচ, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ২২ ১১:০১:৫৭
চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচ, দেখেনিন ফলাফল

ব্যাটিং ব্যর্থতায় প্রথমবার আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ফাইনালে ভারতের বিপক্ষে ৪২ রানে হেরে রানার্স-আপ হয়ে আসর শেষ করেছে টাইগ্রেসরা।

ভারতের দেওয়া ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় পুরো দল। ভারতের দারুণ বোলিং আক্রমণের সামনে বাংলাদেশের কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি।

এর আগে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আক্তার। ভারতীয় দল গোঙ্গাদি তৃষার অনবদ্য ৫২ রানের ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। বাংলাদেশের পক্ষে ফারজানা ইয়াসমিন ৪ উইকেট নিয়ে সেরা পারফর্মার ছিলেন।

১১৮ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ দাঁড়াতে পারেনি। ফলে ফাইনালে জয় থেকে দূরেই থেকে যায় টাইগ্রেসরা।

এই জয়ের মাধ্যমে প্রথমবার আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপা নিজেদের করে নেয় ভারত। গোঙ্গাদি তৃষার দুর্দান্ত পারফরম্যান্স এবং দলের সামগ্রিক বোলিং কার্যকারিতা তাদের এই সাফল্যের মূল ভিত্তি।

বিস্তারিত আসছে........

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে