ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

শ্মরণকালের ভয়াবহ বন্যা দেখলো নোয়াখালীবাসি, ভেঙ্গে গেলো আগের রেকর্ড

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ০৬ ২০:৪২:২৪
শ্মরণকালের ভয়াবহ বন্যা দেখলো নোয়াখালীবাসি, ভেঙ্গে গেলো আগের রেকর্ড

দ্বিতীয় দফায় নোয়াখালী জেলার বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে এখনও প্রায় ১২ লাখ মানুষ পানিতে আটকা পড়ে আছে। বন্যা কবলিত অধিকাংশ এলাকার রাস্তা থেকে পানি নামতে শুরু করেছে। তবে টানা বর্ষণে অধিকাংশ বাড়িতে এখনো পানি জমে আছে। পানি নামলেও দুর্ভোগ এখনো কমে নাই।

এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ৮ উপজেলায় পানিবন্দি আছে প্রায় ১১ লাখ ৯৫ হাজার ৩০০ জন মানুষ। ২৩টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে ১ হাজার ২৫ জন মানুষ। ৬ শিশুসব জেলায় বন্যায় মৃত্যু হয়েছে ১২ জনের। সরকারিভাবে ১২৪ ও বেসরকারিভাবে ১৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ পর্যন্ত ৫৮ লাখ ৯৮ হাজার টাকা, ১৮০০ মেট্রিক টন চাল, ১ হাজার প্যাকেট শুকনো খাবার, ১৫ লাখ টাকার শিশু খাদ্য ও ১৫ লাখ টাকার গো খাদ্য বিতরণ করেছে জেলা প্রশাসন।

সরেজমিনে দেখা যায়, জেলার বন্যা কবলিত ৮ উপজেলার মধ্যে সেনবাগ, বেগমগঞ্জ, সদর, চাটখিল, সোনাইমুড়ী ও কবিরহাট উপজেলার অধিকাংশ সড়কই পিছলে যেতে শুরু করেছে। তবে টানা বর্ষণে অধিকাংশ বাড়িতে এখনো পানি জমে আছে। পানি নিষ্কাশনের কাজ খুবই ধীরগতিতে হচ্ছে, এতে লোকজনকে আরও সমস্যায় পড়তে হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত