ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ব্রেকিং নিউজ: মুস্তাফিজ, তাসকিন ও রিশাদের জন্য খুলে গেল আইপিএলের দরজা

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ২৩ ১৫:১৫:২৬
ব্রেকিং নিউজ: মুস্তাফিজ, তাসকিন ও রিশাদের জন্য খুলে গেল আইপিএলের দরজা

এবারের আইপিএলে বাংলাদেশ থেকে ১২ জন ক্রিকেটারের নাম নিবন্ধিত হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের নিতে আগ্রহ দেখায়নি। নিলামে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম উঠলেও তাদের কেউই দলে জায়গা পাননি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই আইপিএল বয়কটের ডাক দিয়েছেন, আবার কেউ কেউ এর পেছনে রাজনৈতিক কারণ খুঁজছেন।

গত কয়েক আসরের মতো এবারও বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে দল না পাওয়ার বিষয়ে প্রশ্ন উঠেছে। মুস্তাফিজ এর আগে আইপিএলে বেশ কিছু সফল মৌসুম কাটালেও এবার দল পাননি। আর তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেনের নাম নিলামে উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেয়নি।

তবে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আইপিএলে খেলতে না পারার অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে জাতীয় দলের সূচি। দেশের খেলার জন্য অনেক সময় বিসিবি অনুমতি না দেওয়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের প্রতি আগ্রহ হারাচ্ছে। এর আগে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম সুযোগ পেয়েও এই কারণেই খেলতে পারেননি।

যদিও এবার মূল নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটার দলে জায়গা পাননি, তবুও ক্ষীণ এক আশার আলো এখনো দেখা যাচ্ছে। আইপিএল শুরুর আগে অনেক সময় বাকি রয়েছে, প্রায় তিন মাস। এই সময়ের মধ্যে:

ইনজুরি: কিছু ক্রিকেটার ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারেন।

ব্যক্তিগত কারণ: ব্যক্তিগত সমস্যার কারণে অনেক ক্রিকেটার শেষ মুহূর্তে খেলতে অপারগ হতে পারেন।

এই পরিস্থিতিতে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, এমনকি শরিফুল ইসলামের মতো ক্রিকেটারদের প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর পড়তে পারে। অতীতে ইনজুরির কারণে ফ্র্যাঞ্চাইজিগুলো বিকল্প খেলোয়াড় হিসেবে ক্রিকেটারদের ডেকেছে।

বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা এখনো আশায় বুক বাঁধছেন যে কোনো না কোনোভাবে তাদের প্রিয় ক্রিকেটাররা আইপিএলে খেলার সুযোগ পাবেন। তবে বাস্তবতা বলছে, এটি নির্ভর করছে বহু অনিশ্চিতির ওপর। তবুও বাংলাদেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় রেখে হয়তো কোনো দল শেষ মুহূর্তে তাদের সুযোগ দিতে পারে।

আইপিএলের দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। সময়ই বলে দেবে, এই সুযোগগুলো কাজে লাগিয়ে মুস্তাফিজ, তাসকিন কিংবা রিশাদ ভারতের মাটিতে আলো ছড়াতে পারবেন কিনা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে