ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ডলারের বাজারে তোলপাড়, একদিনে বাড়লো ৮ টাকা

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ২৫ ০০:০৭:২৮
ডলারের বাজারে তোলপাড়, একদিনে বাড়লো ৮ টাকা

দেশে ডলারের বাজারে অস্থিরতা ক্রমশ বাড়ছে। আমদানি ব্যয়, ঋণপত্র (এলসি) পরিশোধ এবং বিদেশ ভ্রমণের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ডলারের সরবরাহ ঘাটতিতে পড়েছে। এই সুযোগে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো রেমিট্যান্সের ডলারের দাম ৬ থেকে ৮ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।

ফলে অনেক ব্যাংককে ডলার কিনতে হচ্ছে ১২৬ থেকে ১২৭ টাকায়। বাজারে এই অস্বাভাবিক দাম বৃদ্ধি রোধে বাংলাদেশ ব্যাংক ডলারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রেমিট্যান্সের ডলার কোনোভাবেই ১২৩ টাকার বেশি দামে কেনা যাবে না।

বাংলাদেশ ব্যাংকের ঘোষিত আনুষ্ঠানিক ডলারের দর ১২০ টাকা হলেও বাস্তবে বাজারে তা টিকছে না। রোববার অতিরিক্ত চাহিদার কারণে ব্যাংকগুলো সর্বোচ্চ ১২৮ টাকায় রেমিট্যান্সের ডলার কিনতে বাধ্য হয়েছে। এদিকে খোলাবাজার বা কার্ব মার্কেটে ডলারের দাম উঠে যায় ১২৯ টাকায়।

এক সপ্তাহ আগেও ডলারের দাম ছিল ১২৩ থেকে ১২৪ টাকার মধ্যে। কিন্তু ডলারের সরবরাহ ঘাটতি এবং চাহিদার চাপ বাড়ার কারণে এই দাম বাড়তে শুরু করে।

বাজারে এই অস্থিরতার পেছনে কিছু অসাধু চক্রের তৎপরতাও দায়ী বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে বেশি দামে ডলার কেনার ঘটনায় ১৩টি ব্যাংককে চিহ্নিত করে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। এ তালিকায় দুটি রাষ্ট্রীয় মালিকানাধীন এবং ১১টি বেসরকারি ব্যাংক অন্তর্ভুক্ত।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনার পর বাজারে ডলারের দাম কিছুটা কমেছে। সোমবার ও মঙ্গলবারের মধ্যে রেমিট্যান্সের ডলারের দাম নেমে এসেছে ১২৩ টাকা ৭০ পয়সায়। তবে কেন্দ্রীয় ব্যাংক সাফ জানিয়ে দিয়েছে, রেমিট্যান্সের ডলার কোনোভাবেই ১২৩ টাকার বেশি দামে কেনা যাবে না।

বাজারে স্থিতিশীলতা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত নজরদারি করছে। একই সঙ্গে, ডলারের চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষায় ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে