ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সালাউদ্দিনের এক সিদ্ধান্তে বদলে গেল টাইগারদের পারফরম্যান্স

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ২৬ ১৩:৩২:১২
সালাউদ্দিনের এক সিদ্ধান্তে বদলে গেল টাইগারদের পারফরম্যান্স

ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম দুই ফরম্যাটে বাজে পারফরম্যান্সের পর মানসিকভাবে ভেঙে পড়া টাইগাররা টি-টোয়েন্টি সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা ছিল বাংলাদেশের নতুন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। তার একটি পরিকল্পনা বদলে দিয়েছে পুরো দলের মানসিকতা।

দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে কোচিংয়ের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে দেশীয় কোচদের ওপর ভরসার সিদ্ধান্ত এসেছে। প্রথম অ্যাসাইনমেন্টেই সালাউদ্দিন প্রমাণ করেছেন, স্থানীয় কোচদের ক্ষমতা যথেষ্ট। সাকিব-তামিম থেকে শুরু করে আফিফ-জাকের পর্যন্ত অনেক ক্রিকেটারই তার অধীনে বেড়ে উঠেছেন। তাদের সঙ্গে স্নায়বিক সংযোগ ও পারফরম্যান্স বের করে আনার দক্ষতা তার মূল শক্তি।

সফরের শুরুতে টেস্ট ও ওয়ানডে সিরিজে পরাজয়ের ধাক্কায় ভেঙে পড়েছিল দল। আত্মবিশ্বাস তলানিতে পৌঁছেছিল। এ সময় সালাউদ্দিন দলকে মানসিক দৃঢ়তা ফিরিয়ে আনতে বিশেষ পরিকল্পনা করেন। তিনি খেলোয়াড়দের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেন। মাঠে কিভাবে খেলতে হবে, সেটি ক্রিকেটারদের নিজেদের বিশ্লেষণ করে ঠিক করতে বলেন। এর ফলে খেলোয়াড়রা নতুন আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামেন।

টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তরুণ ক্রিকেটার জাকের আলী ব্যাট হাতে অসাধারণ ভূমিকা পালন করেন। শেখ মেহেদী বল হাতে দারুণ দক্ষতা দেখান। এ দুজনই সালাউদ্দিনের কোচিংয়ে বেড়ে ওঠা খেলোয়াড়। তাদের পারফরম্যান্স প্রমাণ করে, কৌশলগত পরিবর্তনের পাশাপাশি মানসিক দিকেও নজর দেওয়া কতটা গুরুত্বপূর্ণ।

সালাউদ্দিন বলেন, "আমি খেলোয়াড়দের বলেছিলাম, নিজেরা চিন্তা করে সিদ্ধান্ত নিতে। কোচদের কাজ বড় খেলোয়াড় বানানো নয়; বরং খেলোয়াড়দের সেরাটা বের করে আনার জন্য পরিবেশ তৈরি করা। খেলোয়াড়রা সেটি করতে পেরেছে, ভবিষ্যতে আরও করবে।"

ভারতের মতো দেশ দেশীয় কোচদের দিয়ে বিশ্বসেরা হয়েছে। অথচ বাংলাদেশে এতদিন বিদেশি কোচদের ওপর নির্ভর করা হয়েছে। সালাউদ্দিনের সফলতার মাধ্যমে দেশীয় কোচদের প্রভাব নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সালাউদ্দিনের নেতৃত্বে টাইগারদের এই ঘুরে দাঁড়ানো দেখিয়ে দিয়েছে, দেশীয় কোচদের সঙ্গে কাজ করে ক্রিকেটারদের মানসিকতা ও দক্ষতা দুটিতেই উন্নতি করা সম্ভব। নতুন এই পথচলা দেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদি সাফল্যের ইঙ্গিত দিচ্ছে।

সফরের প্রাপ্তি শুধু সিরিজ জয় নয়, বরং একটি নতুন দৃষ্টিভঙ্গি—যা দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ব্রেকিং নিউজ: প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাস ও বাসের মধ্যে ভ য়া ব হ সং ঘ র্ষ নি হ ত ৫, আ হ ত ১০

ব্রেকিং নিউজ: প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাস ও বাসের মধ্যে ভ য়া ব হ সং ঘ র্ষ নি হ ত ৫, আ হ ত ১০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারসহ কয়েকটি যানবাহনে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন... বিস্তারিত

দিনের শুরুতেই টিভিতে আজকের সকল খেলার সময় সূচি

দিনের শুরুতেই টিভিতে আজকের সকল খেলার সময় সূচি

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল ঢাকা ওয়ান্ডারার্স–চট্টগ্রাম আবাহনী দুপুর ২–৩০ মিনিট, টি স্পোর্টস মোহামেডান–ফর্টিস এফসি দুপুর ২–৩০ মিনিট, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল বসুন্ধরা কিংস–ব্রাদার্স ইউনিয়ন বিকেল ৫–৩০ মিনিট,... বিস্তারিত



রে