ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

এইমাত্র পাওয়া: ভ য়া ব হ সং ঘ র্ষ চলছে, ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ২৭ ১৪:৩১:৫২
এইমাত্র পাওয়া: ভ য়া ব হ সং ঘ র্ষ চলছে, ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ইউপি সদস্য আক্তার সিকদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন আরও কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও সেনাবাহিনী।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বাঁশগাড়ি ইউনিয়নের দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে জমি ও রাজনৈতিক আধিপত্য নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয়রা জানিয়েছেন, উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

সংঘর্ষ চলাকালে বাঁশগাড়ি ইউনিয়নের সদস্য আক্তার সিকদারকে প্রতিপক্ষের লোকজন ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের পর থেকেই পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষে অংশ নেওয়া গ্রুপগুলো পালিয়ে গেলেও এলাকাবাসী আতঙ্কে রয়েছে। কেউ কেউ নিরাপত্তার জন্য বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের কারণ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুর জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, “এই সংঘর্ষে যে বা যারা দায়ী, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”

এলাকার মানুষ এই সংঘর্ষের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো যায়।

মাদারীপুরের কালকিনির সংঘর্ষে ইউপি সদস্যের মর্মান্তিক মৃত্যু ও এলাকায় বিরাজমান উত্তেজনা নতুন করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে দ্রুত পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজার পত্রিকার অবিশ্বাস্য প্রতিবেদন, দেশে উঠলো প্রতিবাদের ঝড়

সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজার পত্রিকার অবিশ্বাস্য প্রতিবেদন, দেশে উঠলো প্রতিবাদের ঝড়

বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শনিবার (২৮ ডিসেম্বর)... বিস্তারিত



রে