ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৬ পৌষ ১৪৩১

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ও মানবণ্টন প্রকাশ, এক নজরে দেখেনিন সিলেবাস

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ২৮ ১৯:২৬:৩৬
২০২৬ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ও মানবণ্টন প্রকাশ, এক নজরে দেখেনিন সিলেবাস

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শনিবার (২৮ ডিসেম্বর) বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ৩২টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়।

নতুন মানবণ্টনে ব্যবহারিক অংশ থাকা ও না থাকা বিষয়ের ক্ষেত্রে আলাদা নিয়ম নির্ধারণ করা হয়েছে:

ব্যবহারিকবিহীন বিষয়: রচনামূলক অংশে ৭০ নম্বর এবং বহুনির্বাচনি অংশে ৩০ নম্বর থাকবে।

ব্যবহারিকসহ বিষয়: তত্ত্বীয় অংশে ৭৫ নম্বর, যার মধ্যে রচনামূলক অংশে ৪০ এবং বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষার জন্য ২৫ নম্বর রাখা হয়েছে।

নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখা পুনর্বহাল করে ২০১২ সালের শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে। আগের শিক্ষাক্রমের ভিত্তিতে তৈরি এ পাঠ্যপুস্তকগুলো শিক্ষার্থীদের ২০২৫ সাল থেকে সরবরাহ করা হবে।

নতুন শিক্ষাক্রম বাতিলের কারণঅন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে অযোগ্য বিবেচনা করে তা বাতিলের সিদ্ধান্ত নেয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের এক বছরের মধ্যে পুরো সিলেবাস শেষ করার উপযোগী করে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে।

২০২৫ সালের বই বিতরণ: বর্তমান দশম শ্রেণির শিক্ষার্থীরা ২০১২ সালের জাতীয় শিক্ষাক্রম অনুসারে প্রণীত বই পাবে।পরীক্ষার ধরন: প্রশ্ন প্রণয়ন এবং মূল্যায়ন পদ্ধতি পুরনো শিক্ষাক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের দ্রুত প্রস্তুতির সুবিধার্থে এ সিলেবাস প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন বোর্ডের ওয়েবসাইট থেকে সিলেবাস ডাউনলোড করে নিয়মিত প্রস্তুতি নেয়।

পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য শিক্ষার্থীরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

সিলেবাস ও মানবণ্টন দেখতে এখানে ক্লিক করুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে