ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১

ব্রেকিং নিউজ: অবশেষে বিশাল পারিশ্রমিকে দল পেলেন সাকিব

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ২৯ ০৯:৩২:৩০
ব্রেকিং নিউজ: অবশেষে বিশাল পারিশ্রমিকে দল পেলেন সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাকিব আল হাসানের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত এই অলরাউন্ডার এবার যোগ দিয়েছেন লিজেন্ডস ক্রিকেট ট্রফি (এলসিটি)-তে। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই লিগে সাকিব খেলবেন দুবাই জায়ান্টস দলের হয়ে।

নিজেদের ফেসবুক পেজে সাকিবকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে দুবাই জায়ান্টস। সাকিবের সঙ্গে দলে থাকছেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরা। এলসিটির সর্বশেষ আসরে দলটি চ্যাম্পিয়ন হয়েছিল, যেখানে হরভজন সিং ও স্যামুয়েল বদ্রির মতো তারকারা খেলেছিলেন।

সাকিবের বিপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা নতুন কিছু নয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশজুড়ে তার বিরুদ্ধে আন্দোলন এবং টেস্ট থেকে অবসর নিতে না পারার পরিস্থিতি তাকে বেশ চাপে ফেলেছে। এ অবস্থায় এবারের বিপিএলে চিটাগাং কিংসের হয়ে তার খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ।

চিটাগাং কিংসের জন্য এটি বড় ধাক্কা। শুধু সাকিব নয়, আরও দুই বিদেশি তারকাকে নিয়েও শঙ্কা রয়েছে। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ছাড়পত্র দেয়নি লঙ্কান বোর্ড। আর ইংল্যান্ডের মঈন আলি দক্ষিণ আফ্রিকার এসএ টি-২০ লিগে খেলার জন্য পুরো বিপিএল মিস করতে পারেন।

২০২৫ বিপিএলের ১১তম আসর শুরু হবে আগামীকাল (সোমবার, ৭ জানুয়ারি)। টুর্নামেন্টটি চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে চিটাগাং কিংস এখনও সাকিবের অংশগ্রহণ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। সাম্প্রতিক কর্মকাণ্ড এবং এলসিটি লিগে তার অংশগ্রহণের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এবারের বিপিএল থেকে সাকিব বিরত থাকতে পারেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সময় সীমিত হয়ে এলেও ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিবের চাহিদা এখনও আকাশচুম্বী। বিপিএলে অনিশ্চয়তার মাঝেও এলসিটির মতো লিগে অংশগ্রহণ তার ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারের ধারাবাহিকতা প্রমাণ করে।

সাকিবের বিপিএল খেলা না দেখা ভক্তদের জন্য হতাশার হলেও তার ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ার আরও বিস্তৃত হচ্ছে। সময়ই বলে দেবে, তিনি ভবিষ্যতে বিপিএলে ফিরবেন কি না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে