ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

জয়সওয়ালকে ন্যায্য আউট দিলেন আম্পায়ার সৈকত, ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন রোহিত

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ৩০ ১৫:০৫:০৮
জয়সওয়ালকে ন্যায্য আউট দিলেন আম্পায়ার সৈকত, ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন রোহিত

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টে বাংলাদেশি তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের নেওয়া দুটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট অঙ্গনে চলছে নানা আলোচনা। মেলবোর্নে অনুষ্ঠিত এই ম্যাচে বিশেষ করে যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, তবে সাহসী এই সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন সাবেক ক্রিকেটার ও আম্পায়াররা।

৭১তম ওভারে প্যাট কামিন্সের বাউন্সার বলে ফাইন লেগে শট খেলার চেষ্টা করেন যশস্বী জয়সওয়াল। বল জমা পড়ে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। অস্ট্রেলিয়া ক্যাচের আবেদন করলেও মাঠের আম্পায়ার আউট দেননি। পরে রিভিউ নিলে বিষয়টি চলে যায় তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার কাছে।

রিভিউতে দেখা যায়, বল ব্যাট বা গ্লাভস স্পর্শ করে গতিপথ পরিবর্তন করেছে। তবে স্নিকোমিটারে কোনো স্পাইক দেখা যায়নি। এই অবস্থায় নিজের পর্যবেক্ষণ এবং বলের গতিপথ পরিবর্তনের ভিত্তিতে আউটের সিদ্ধান্ত দেন শরফুদ্দৌলা।

এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হলেও সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং বলেন, "বল স্পষ্টভাবেই গ্লাভস স্পর্শ করেছে, আর জয়সওয়াল নিজেও সেটা বুঝে হাঁটতে শুরু করেছিলেন। স্নিকো সবসময় নির্ভুল নয়, তাই আম্পায়ারের চোখের পর্যবেক্ষণই এখানে যথেষ্ট।"

স্টার স্পোর্টসে রবি শাস্ত্রী বলেন, "তৃতীয় আম্পায়ারের ক্ষমতা আছে স্নিকোকে অগ্রাহ্য করার। বলের গতিপথ পরিবর্তনই যথেষ্ট প্রমাণ যে সিদ্ধান্তটি সঠিক ছিল।"

সাবেক আম্পায়ার সাইমন টফেলও শরফুদ্দৌলার পক্ষে কথা বলেন, "যদি কোনো আম্পায়ার বলের দিক পরিবর্তন স্পষ্ট দেখতে পান, তবে স্নিকো ছাড়াই তিনি সিদ্ধান্ত নিতে পারেন। শরফুদ্দৌলা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।"

যদিও মাঠে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন জয়সওয়াল, ম্যাচ শেষে তিনি বলেন, "স্নিকোতে কিছু না থাকলেও বলের গতিপথ পরিবর্তন হয়েছিল। তবে দুঃখজনক যে অধিকাংশ সময় আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত যায়।"

জয়সওয়ালের আউটের পর ভারতীয় ইনিংসে দ্রুত ধস নামে। আকাশ দীপ ও জাসপ্রিত বুমরাহরা খুব দ্রুত উইকেট হারান। আকাশ দীপের আউটেও মাঠের আম্পায়ার নট আউট ঘোষণা করেছিলেন, তবে শরফুদ্দৌলার হস্তক্ষেপে সিদ্ধান্ত পাল্টে যায়।

মেলবোর্ন টেস্ট জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে পার্থে হারার পর অ্যাডিলেড ও মেলবোর্নে টানা দুই জয় তুলে নিয়েছে তারা।

সিডনিতে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট এখন ভারতের জন্য ‘অস্তিত্ব রক্ষার লড়াই’। এই ম্যাচ হারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনাও হারিয়ে ফেলবে রোহিত শর্মার দল।

শরফুদ্দৌলার এই সিদ্ধান্ত আম্পায়ারদের পর্যবেক্ষণ ও সাহসিকতার উদাহরণ হয়ে থাকবে। স্নিকোমিটারের সীমাবদ্ধতা সত্ত্বেও নিজের অভিজ্ঞতার ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নিতে তিনি দ্বিধা করেননি। তার এই সাহসিকতা আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারদের ভূমিকার গুরুত্ব নতুন করে সামনে এনেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে