ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

ব্রেকিং নিউজ: মসজিদের স্ক্রিনে ভেসে উঠলো অবিশ্বাস্য লেখা সারা দেশে উঠলো আলোচনার ঝড়

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ৩০ ১৮:৪০:৩৩
ব্রেকিং নিউজ: মসজিদের স্ক্রিনে ভেসে উঠলো অবিশ্বাস্য লেখা সারা দেশে উঠলো আলোচনার ঝড়

ফেনীর বড় জামে মসজিদে হঠাৎ করে এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ ফিরবে, জয় বাংলা’ লেখা ভেসে ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার পর মসজিদের সামনে লাগানো স্ক্রিনে এই লেখা দেখে হতবাক হয়ে যান মুসল্লি ও পথচারীরা।

জানা গেছে, মসজিদটির নিয়মিত মুসল্লি আবুল হোসেন বলেন, সংস্কারের পর থেকে স্ক্রিনে নিয়মিতভাবে নামাজের সময়সূচি প্রদর্শিত হতো। তবে সোমবার জোহরের নামাজের পর মুসল্লিরা মসজিদ ত্যাগ করার কিছুক্ষণ পরই স্ক্রিনে সেই অস্বাভাবিক লেখা উঠে আসে। এ ঘটনা জানাজানি হলে মসজিদের সামনে লোকজন জড়ো হতে শুরু করেন এবং স্থানীয়রা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন।

পরে বিকেল ৩টার দিকে এলইডি স্ক্রিনটি বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ মসজিদের অপারেটর জমির উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায় এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানিয়েছেন, এই বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনা সম্পর্কে স্থানীয় ব্যবসায়ী মাহমুদুল হাসান বলেন, "মসজিদের কমিটি এখনও ঘোষণা হয়নি এবং আগের কমিটির অনেক সদস্য এখনও পলাতক। তাদের মধ্যে কিছু সদস্য গণহত্যা মামলার আসামি। আমার মতে, এই ঘটনার পেছনে কিছু ব্যক্তি ষড়যন্ত্রমূলকভাবে কাজ করেছেন।"

এটি অবশ্য প্রথমবার নয়, এর আগেও দেশে এমন ঘটনা ঘটেছিল। গত ১৪ ডিসেম্বর খুলনা রেলওয়ে স্টেশনে ডিজিটাল ব্যানারে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ লেখা প্রদর্শিত হয়েছিল, আর ২৪ অক্টোবর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা উঠেছিল। এসব ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়।

এ ঘটনার মাধ্যমে আবারও প্রশ্ন উঠছে, দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের অস্বাভাবিক বার্তা কিভাবে প্রদর্শিত হয় এবং এর পেছনে কে বা কারা দায়ী, তা তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে