ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

বুদ্ধির খেলায় রাজশাহীকে হারালেন তামিম, অধিনায়কের এক সিদ্ধান্তে বদলে গেল ম্যাচ

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ৩০ ২১:৪৯:৩১
বুদ্ধির খেলায় রাজশাহীকে হারালেন তামিম, অধিনায়কের এক সিদ্ধান্তে বদলে গেল ম্যাচ

মিরপুরে বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে নাটকীয় এক জয় তুলে নিল ফরচুন বরিশাল। বিপর্যস্ত অবস্থায় ম্যাচটি প্রায় হাতছাড়া হতে বসেছিল বর্তমান চ্যাম্পিয়নদের। কিন্তু অধিনায়ক তামিম ইকবালের সাহসী ও কৌশলী সিদ্ধান্তগুলো পুরো ম্যাচের গতিপথই পাল্টে দেয়।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে রাজশাহী। দুই ওপেনার জিসান আলম ও মোহাম্মদ হারিস বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও মিডল অর্ডারে ইয়াসির আলী রাব্বি ও আনামুল হক বিজয়ের দুর্দান্ত ব্যাটিং রাজশাহীকে শক্ত ভিত্তি দেয়। দু’জনই অর্ধশতক করেন এবং শেষ পর্যন্ত রাজশাহী সংগ্রহ করে ১৯৭ রানের বড় পুঁজি।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধাক্কা খেতে থাকে ফরচুন বরিশাল। পাওয়ারপ্লেতেই তারা হারায় ৬ উইকেট। পরে ৬১ রানে ৫ উইকেট পড়ে গেলে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বরিশাল। ডাগআউটে তখন হতাশার ছাপ স্পষ্ট, দর্শকেরাও ধরেই নেন ম্যাচটি হাতছাড়া।

ঠিক এমন সংকটময় সময়ে তামিম ইকবাল নেন এক চমকপ্রদ সিদ্ধান্ত। ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবির বদলে পেসার শাহিন শাহ আফ্রিদীকে সাত নম্বরে পাঠান। তামিমের এই সিদ্ধান্ত তখন অনেকের কাছে আত্মঘাতী মনে হলেও শাহিন তা ভুল প্রমাণ করেন। ১৭ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে তিনি ম্যাচে উত্তেজনা ফেরান।

শাহিন আউট হওয়ার পর তামিম আরেকটি সাহসী সিদ্ধান্ত নেন। ক্রিজে পাঠান ফাহিম আশরাফকে। ফাহিম রীতিমতো বিধ্বংসী ব্যাটিং করে ২১ বলে ৫৪ রান করেন। অপরপ্রান্তে মাহমুদুল্লাহ রিয়াদ ২৬ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেন। এই দুই ব্যাটারের ঝড়ো ইনিংসে নির্ধারিত ওভারের আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় ফরচুন বরিশাল।

ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল তামিম ইকবালের অসাধারণ নেতৃত্ব। তার নেওয়া ঝুঁকিপূর্ণ কিন্তু কার্যকরী সিদ্ধান্তগুলোই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। অনেকেই যেখানে বরিশালের হারের জন্য প্রস্তুত ছিলেন, সেখানে তামিম তার দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে দলকে অসাধারণ এক জয় উপহার দেন।

ফরচুন বরিশাল এই জয়ের মাধ্যমে শিরোপা ধরে রাখার পথে দৃঢ় পদক্ষেপ নিল। তামিম ইকবাল তার অধিনায়কত্বে আরও একবার প্রমাণ করলেন কেন তাকে দেশের অন্যতম সেরা অধিনায়ক বলা হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে