ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

বিপিএলের প্রথম দিনেই বাইকের মালিক হলেন হৃদয়

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ৩১ ১০:১৬:৪৩
বিপিএলের প্রথম দিনেই বাইকের মালিক হলেন হৃদয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে দর্শকদের জন্য রয়েছে বিশেষ চমক। মাঠে উপস্থিত দর্শকদের জন্য প্রতিদিন র‍্যাফেল ড্রয়ের আয়োজন করেছে বিসিবি, যেখানে বিজয়ী পাবেন একটি রেভো ই-বাইক। টুর্নামেন্টের প্রথম দিনেই এই প্রতিযোগিতার বিজয়ী হয়েছেন মোহাম্মদ হৃদয়।

গত বিপিএলগুলোতে দর্শকদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন ছিল। তবে এবারের আসরে যোগ হয়েছে ই-বাইক জেতার র‍্যাফেল ড্র। প্রতিদিনের খেলা চলাকালীন উপস্থিত দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন বিজয়ী বাছাই করা হচ্ছে। প্রথম দিনের খেলা শেষে মোহাম্মদ হৃদয় প্রথম ই-বাইক বিজয়ী হিসেবে নাম লিখিয়েছেন।

প্লে-অফ পর্বে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে আরও বেশি বিজয়ী নির্বাচিত হবে। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের দিনে দু’জন করে এবং দ্বিতীয় কোয়ালিফায়ারেও একইভাবে দু’জন ই-বাইক জিতবেন। ফাইনালের দিন সবচেয়ে বড় আয়োজন হিসেবে তিনজন বিজয়ীর হাতে ই-বাইক তুলে দেয়া হবে।

বিপিএল ২০২৫ শুরু হয়েছে ৩০ ডিসেম্বর থেকে এবং চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। পুরো টুর্নামেন্ট জুড়ে ২৪টি ম্যাচডে অনুষ্ঠিত হবে। প্রতিটি দিনই থাকবে ই-বাইক জেতার র‍্যাফেল ড্র। বিসিবি আশা করছে, এই উদ্যোগ মাঠে দর্শকদের উপস্থিতি বাড়াবে এবং বিপিএলের প্রতি তাদের আগ্রহ আরও গভীর করবে।

বিপিএলের সঙ্গে দর্শকদের আরও বেশি সংযুক্ত করতে বিসিবির এই পদক্ষেপ ইতিবাচক সাড়া ফেলেছে। মাঠে উপস্থিত দর্শকরা যেমন খেলা উপভোগ করছেন, তেমনি ই-বাইক জেতার সুযোগও তাদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ।

প্রথম দিনেই মোহাম্মদ হৃদয়ের বিজয় দিয়ে শুরু হলো বিপিএলের এই বিশেষ আয়োজন। দিন যত গড়াবে, ততই এই র‍্যাফেল ড্র আরও উত্তেজনা এবং উৎসাহ নিয়ে আসবে বলে মনে করছেন আয়োজকরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে