ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

ব্রেকিং নিউজ: শাকিব খানকে নিয়ে রংপুরের মশকরা, মেনে নেয়নি ঢাকা, জানিয়ে দিয়েছে দেখে নেবে

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ৩১ ১৩:০১:২৮
ব্রেকিং নিউজ: শাকিব খানকে নিয়ে রংপুরের মশকরা, মেনে নেয়নি ঢাকা, জানিয়ে দিয়েছে দেখে নেবে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠের উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স মাঠের লড়াইয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও জমিয়ে তুলেছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা।

বিপিএলের প্রথম ম্যাচেই ৪০ রানে রংপুরের কাছে হেরে যায় ঢাকা ক্যাপিটালস। শাকিব খানের নেতৃত্বে মাঠে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও, সোশ্যাল মিডিয়ায় দলটি ছিল বেশ সক্রিয়। তবে ম্যাচ শেষে রংপুর তাদের অভিনব স্টাইলে পাল্টা খোঁচা দিতে ছাড়েনি।

বিপিএল শুরুর আগে ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছিল, ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস তাদের দলে খেলবেন। কিন্তু পরে তারা জানায়, ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি খেলতে পারবেন না। তবে চমক দেখিয়ে ড্রাফটের আগের রাতেই রংপুর রাইডার্স হেলসকে দলে নেয়, যা ঢাকার জন্য ছিল বড় ধাক্কা।

মজার ব্যাপার, সেই অ্যালেক্স হেলসই রংপুরের হয়ে ঢাকার বিপক্ষে প্রথম ম্যাচে ওপেনিংয়ে নামেন। যদিও তিনি মাত্র ৫ রানেই আলাউদ্দিন বাবুর বলে বোল্ড হয়ে যান। এ ঘটনার পর ঢাকার সোশ্যাল মিডিয়া পেজ থেকে হেলসকে উদ্দেশ করে পোস্ট করা হয়:"সাইন করতে না পারলে আউট করে দাও।"

ম্যাচ চলাকালীন চুপ থাকা রংপুর ম্যাচ শেষে ঢাকার পোস্টে মন্তব্য করে:

"থ্যাঙ্ক ইউ, কাম অ্যাগেইন।"

তবে এখানেই থেমে থাকেনি রংপুর রাইডার্স। শাকিব খানকে খোঁচা দিতে তারা শাকিবের জনপ্রিয় সিনেমা তুফান এর হিট গান "লাগে উড়াধুরা" ব্যবহার করে নিজেদের জয়ের ছবি প্রকাশ করে। এতে বোঝা যায়, মাঠের জয়কে আরও রসিকতায় রাঙাতে চেয়েছে রংপুর।

ঢাকার ভক্তরা নিজেদের দলের পক্ষ থেকে আরও জবাবের অপেক্ষায় রয়েছে। তবে তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত, যখন দ্বিতীয়বার মুখোমুখি হবে এই দুই দল।

বিপিএলের মাঠের উত্তেজনার পাশাপাশি এই ধরনের সোশ্যাল মিডিয়া খোঁচা ভক্তদের মধ্যে নতুন মাত্রা যোগ করেছে। মাঠের পারফরম্যান্সের মতোই অনলাইনে দলগুলোর রসবোধ এবং কৌশল ভক্তদের মনোরঞ্জনে ব্যস্ত রাখছে।কেউ হোক ঢাকার সমর্থক, কেউ বা রংপুরের—পরবর্তী ম্যাচে এই উত্তেজনা আরও বাড়বে বলেই আশা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে