ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১

কমলো তেলের দাম, দেখেনিন কেরোসিন-পেট্রোল-অকটেন- ও ডিজেলের মুল্য তালিকা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ৩১ ২১:৩২:৫৫
কমলো তেলের দাম, দেখেনিন কেরোসিন-পেট্রোল-অকটেন- ও ডিজেলের মুল্য তালিকা

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে জানুয়ারি মাসের জন্য নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কেরোসিন ও ডিজেলের দাম লিটারপ্রতি ১ টাকা কমানো হলেও পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক গেজেটে এ তথ্য জানানো হয়।

ডিজেল ও কেরোসিনের নতুন দাম লিটারপ্রতি ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল ১০৫ টাকা। তবে পেট্রোল ও অকটেনের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। পেট্রোল ১২১ টাকা এবং অকটেন ১২৫ টাকায় বিক্রি হবে।

বিশ্ববাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে মিল রেখে বাংলাদেশে এখন থেকে প্রতি মাসে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় তেলের দাম নির্ধারণ করা হচ্ছে। জানুয়ারি মাসের জন্য ঘোষিত এই দাম বুধবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

জ্বালানি তেলের এই সামান্য মূল্য হ্রাস সাধারণ ভোক্তাদের জন্য স্বস্তির হলেও পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকায় অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বিশ্লেষকরা বলছেন, মূল্য নির্ধারণের স্বয়ংক্রিয় এই পদ্ধতি দীর্ঘমেয়াদে বাজার স্থিতিশীল রাখতে সহায়ক হবে। তবে তেলের মূল্য আরও কমার আশা করেছিলেন অনেকে।

নতুন বছরে জ্বালানি তেলের এই মূল্যহ্রাস দেশের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

পিএসএল ড্রাফট: আকাশ ছোয়া মুল্যে মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ

পিএসএল ড্রাফট: আকাশ ছোয়া মুল্যে মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৫ আসরের ড্রাফটে বাংলাদেশের একাধিক ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। প্রাথমিকভাবে প্রায় ৩০ জনের মতো ক্রিকেটারের নাম... বিস্তারিত



রে