ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

সরকারের নির্দেশ, টানা ২২ দিন বন্ধ দেশের সকল কোচিং সেন্টার

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ৩১ ২২:৫৩:২৮
সরকারের নির্দেশ, টানা ২২ দিন বন্ধ দেশের সকল কোচিং সেন্টার

২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে দেশের সব কোচিং সেন্টার ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিচালিত কোনো কোচিং সেন্টার এই সময়ের মধ্যে খোলা রাখা যাবে না। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি, শুক্রবার সকাল ১০টায় শুরু হবে। পরীক্ষা দেশের ১৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য স্বচ্ছ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কোচিং সেন্টার বন্ধের এই নির্দেশে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, এটি স্বচ্ছ ভর্তি প্রক্রিয়া বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে