ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

দেশের মাটিতে সাকিবের অবসর প্রসঙ্গে চুড়ান্ত সিদ্ধান্ত নিলো বিসিবি সভাপতি

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ০৭ ১৯:৫৪:৩৮
দেশের মাটিতে সাকিবের অবসর প্রসঙ্গে চুড়ান্ত সিদ্ধান্ত নিলো বিসিবি সভাপতি

ভারতে সিরিজ চলাকালীন সাকিব আল হাসান তার টেস্ট ও টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করার ইঙ্গিত দিয়েছিলেন অনেক আগে থেকেই। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি মাসে আসন্ন টেস্ট সিরিজ খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা। তবে নিরাপত্তাজনিত কারণে তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আসবেন কি না তারও ঠিক নেই।

শুধু তাই নয় দেশে ফিরে আবারও দেশত্যাগে নিরাপত্তা চেয়েছেন সাকিব। টাইগার অলরাউন্ডারের দেশে ফেরার বিষয়টি নিয়ে ইতিবাচক কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। সোমবার মিরপুরে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় সাকিবের দেশে ফিরে অবসর নেওয়া প্রসঙ্গে ফারুক বলেন, 'হ্যাঁ, সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের ভালো সম্ভাবনা আছে দেশে এসে অবসর নেওয়ার।'

এরপর সাকিবের নিরাপত্তার ইস্যুতে ফারুক বললেন, ‘লিগ্যালটা তো আমি বলতে পারবো না। সর্বোচ্চ পর্যায় থেকে, আমি তো ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট। আমার হাতে ক্ষমতা খুব কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকার থেকে আসতে হবে।'

‘আইনশৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে, উপদেষ্টা আছে তারা সিদ্ধান্ত নেবে তার সামগ্রিক দায়িত্ব নেওয়ার। আমাদের যতটুকু ক্ষমতা, স্টেডিয়ামের ভেতর ও ইনডোরে যাবে, মাঠে খেলবে, অনুশীলন করতে যাবে; এই দায়িত্ব নেওয়াটা তো খুব সহজ। এটা আমরা নিতে পারবো।'-যোগ করেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে