ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১

ম্যাচের মাঝেই নাহিদ রানাকে নিয়ে অবিশ্বাস্য কান্ড করলেন শাহিন আফ্রিদি

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ০২ ২২:৫২:০০
ম্যাচের মাঝেই নাহিদ রানাকে নিয়ে অবিশ্বাস্য কান্ড করলেন শাহিন আফ্রিদি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল বরিশাল বনাম সিলেটের ম্যাচ। ভক্তদের আগ্রহের শীর্ষে ছিল তামিম ইকবাল ও নাহিদ রানার লড়াই। সিলেটের বিপক্ষে তামিমের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে কীভাবে দাঁড়াবেন নাহিদ, সেটাই ছিল ম্যাচের বড় প্রশ্ন। তবে ম্যাচের সেই উত্তেজনাকর মুহূর্তে চমৎকার গতির বোলিংয়ে তামিমের বিখ্যাত ডাউন দ্য উইকেট শটের জবাব দিয়ে তাক লাগিয়ে দেন টাইগারদের নতুন গতির তারকা নাহিদ রানা।

ম্যাচের শুরুতেই বরিশালের অধিনায়ক তামিম ইকবাল কামরুল রাব্বি ও শেখ মাহাদীর বলকে তছনছ করতে থাকেন। মাত্র ১৫ বলে ২০০-এর কাছাকাছি স্ট্রাইক রেটে ২৮ রান তুলে পাওয়ার প্লের শুরুটা দারুণ করেন তামিম। কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে আসেন চাঁপাইনবাবগঞ্জের স্পিডস্টার নাহিদ রানা।

তামিম প্রথম তিন বল ডিফেন্সিভ খেলে রানার গতিকে বোঝার চেষ্টা করেন। তবে চতুর্থ বলেই ডাউন দ্য উইকেটে এসে বড় শট খেলার চেষ্টা করেন। নাহিদ এ সময় দেখালেন তার বুদ্ধিদীপ্ত বোলিং দক্ষতা। ১৪৫+ গতির নিখুঁত ইয়র্কারে তামিমের অফ স্ট্যাম্প উড়িয়ে দেন নাহিদ। তামিমের লড়াই শেষ হয় মাত্র চার বলেই।

শুধু তামিমকেই নয়, নাহিদের গতির শিকার হন বরিশালের আরেক তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ রিয়াদ চেষ্টা করেও নাহিদের গতির সামনে টিকতে পারেননি। নাহিদ পুরো ম্যাচে ১৪৩ কিলোমিটার প্লাস গতিতে বোলিং করে প্রমাণ করে দেন, তাকে খেলা মোটেও সহজ নয়।

নাহিদের এমন দুর্দান্ত বোলিংয়ে মুগ্ধ হন পাকিস্তানের স্পিডস্টার শাহিন শাহ আফ্রিদি। নাহিদের তৃতীয় ওভারের শেষ বলে তাকে বাহবা দিয়ে শাহিন বলেন, "এমন গতির বোলিং সত্যিই প্রশংসনীয়।" তরুণ রানার এমন পারফরম্যান্স নিঃসন্দেহে বাংলাদেশের পেস বোলিংয়ের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে।

নাহিদ রানার এই গতি ও বুদ্ধিমত্তার মিশ্রণ টাইগারদের পেস আক্রমণে নতুন শক্তি যোগ করেছে। চাঁপাই এক্সপ্রেস নামে পরিচিত এই পেসার যে ভবিষ্যতে আরও বড় মঞ্চে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিন বরিশালের ট্রাম্প কার্ডদের একের পর এক আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন নাহিদ। বিপিএলে তার পারফরম্যান্স শুধু ভক্তদের নয়, ক্রিকেট বিশ্বের নজর কাড়ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে