ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১

ব্রেকিং নিউজ: ঢাকায় ভ য়া ব হ সং ঘ র্ষ: নিহত ৪, আহত ৫

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ০৩ ১১:১৬:১২
ব্রেকিং নিউজ: ঢাকায় ভ য়া ব হ সং ঘ র্ষ: নিহত ৪, আহত ৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত পাঁচজন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে নিমতলা ও হাসাড়া এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে নিমতলা এলাকায় একটি কাভার্ডভ্যানের পেছনে মাওয়াগামী আব্দুল্লাহ পরিবহনের মিনিবাসের ধাক্কায় মারাত্মক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মিনিবাসের হেলপার মো. জীবন (৪৪), যিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামের বাসিন্দা। একই দুর্ঘটনায় নিহত হন বাসযাত্রী মো. রায়হান (২৭)। তার বাড়ি সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামে।

শুক্রবার ভোর ৪টার দিকে হাসাড়া এলাকায় আরেকটি দুর্ঘটনায় আরও দুই ব্যক্তি নিহত হন। তাদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহতদের আনুমানিক বয়স ৩৫ ও ২৫ বছর বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

এই দুটি দুর্ঘটনায় আহত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ক্যামিলায়া সরকার জানান, "দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ আমাদের কাছে আনা হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।"

হাইওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, মিনিবাসের অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতা নিমতলার দুর্ঘটনার কারণ হতে পারে। হাসাড়ার দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা দিন দিন বাড়ছে, যা যাত্রী নিরাপত্তার জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করছে। বিশেষজ্ঞরা চালকদের সচেতনতা এবং সড়কে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে